সাদা সিকুইন শাড়িতে বোল্ড লুকে ঝড় তুললো জাহ্নবী

জাহুবী

ফ্য়াশনের মামলায় বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন জাহ্নবী। যে কোনও লুকে নিজেকে মেলে ধরতে সক্ষম নায়িকা। জাহ্নবীর এই লুক নজর কেড়েছে নেটিজেনের-

জাহুবী

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর ছবি এবং ভিডিও শেয়ার করেন। অভিনেত্রীর ছবি এবং ভিডিও প্রায়ই ভাইরাল হয়। সম্প্রতি জাহ্নবীর এই শাড়ি লুক হু হু করে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

ডিজাইনার কুণাল রাও-এর প্রাক বিয়ের অনুষ্ঠান পার্টিতে এই শাড়িতে দেখা মেলে জাহ্নবীর। যেখানে অনেক সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন এবং জাহ্নবী কাপুরও এতে অংশ নিয়েছিলেন। পার্টির জন্য, জাহ্নবী একটি সাদা সিকুইন শাড়ি এবং একটি সাদা বিকিনি ব্লাউজ বেছে নিয়েছিলেন।

জাহুবী

এমনকি ইভেন্টে যোগ দেওয়ার আগে, জাহ্নবী তার ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, যা ক্রমশ ভাইরাল হয়েছিল। ছবির পাশাপাশি ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, মশলাদার বরফ।

জাহুবী

জাহ্নবী কাপুরকে এই লুকে একেবারে দেশি দেখাচ্ছে। জাহ্নবী কাপুরের এই ছবিগুলি ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিরাও পছন্দ করেছেন।

জাহুবী

জাহ্নবী কাপুর সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়। ২০১৮ সালে ইশান খট্টরের বিপরীতে ধড়ক দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন জাহ্নবী। এর পর রুহি ও গুঞ্জন সাক্সেনার চরিত্রে হাজির হন।

জাহুবী

জাহ্নবীকে শেষবার ‘গুড লাক জেরি’ ছবিতে দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘কোলামাভু কোকিলা’-র অফিসিয়্যাল রিমেক এই ছবি। ২৯শে জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘গুড লাক জেরি’।