সাদামাটা হয়ে ধরা দিলেন সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক : বেশ সাদামাটা হয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরা দিলেন বিশ্বখ্যাত পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু সেলফি শেয়ার করেছেন এই গায়িকা যে ছবিগুলো দেখে সেলেনাকে প্রশংসায় ভাসাচ্ছেন তার অনুরাগীরা।

সেলেনা গোমেজ

রবিবার (১৩ আগস্ট) গায়িকা একটি কমলা রঙের পোশাকে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। প্রথম দুটি ছবিতে একদমই ন্যাচারাল লুকে ধরা দিয়েছেন সেলেনা।

মেকআপহীন, শরীরে বিভিন্ন দাগ স্পষ্ট ফুটে উঠেছে। চামড়ায় কিছু স্থানে কালচে আভাও দেখা যাচ্ছে। শেষ ছবিটি ক্যামেরার সামনে দাঁড়ানো সেলেনার সাজসজ্জাকে তুলে ধরেছে। একটি ফটোশুটের জন্য ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে সেই ছবিতে।

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করার পর সেলেনা ভক্তরা ছবিগুলোতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘এ কারণেই আমি সেলেনাকে ভালোবাসি। সে ন্যাচারাল, স্বাভাবিক এবং বাস্তবিক। কিভাবে নিজেকে ভালোবাসতে হয় তা শিখতে সাহায্য করে সে।

অপর একজন লিখেছেন, ‘কমলা রঙে তাকে খুব সুন্দর দেখাচ্ছে।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘এতটা সাদামাটা তুমি সেলেনা! এ জন্যই তোমাকে ভালোবাসি।’

দীর্ঘ সময় ধরেই নিয়মিত ভক্তদের সংস্পর্শে থাকেন সেলেনা। সামাজিক মাধ্যমে প্রায়ই ছবি ও ভিডিও শেয়ার করেন গায়িকা। কিছুদিন আগে সেলেনার বিকিনি পরিহিত ছবিও নজর কেড়েছে সকলের।

মিয়ানমারের দুইটি ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধে সোনালী ব্যাংককে যুক্তরাষ্ট্রের অনুরোধ

গোলাপি বিকিনি পরে একটি নৌকায় তোলা কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করেছিলেন তিনি। সম্প্রতি বেশ কয়েকবার প্রেমের গুঞ্জনে নাম উঠেছে পপতারকার। ভক্তরাও দারুণ কৌতূহলী সেলেনা গোমেজের ডেটিং ও প্রেমজীবন নিয়ে। সাম্প্রতিক সময়ে দুটি নাম বারবার সামনে এসেছে গায়িকার সাথে। প্রথমে অ্যান্ড্রু ট্যাগার্ট এবং পরে জায়ান মালিকের মতো নাম গোমেজের সাথে জড়িয়েছে। তবে সব বিতর্ক উড়িয়ে সম্পর্কের বিষয়ে গোমেজ জানিয়েছেন, তিনি একা! একাই আছেন।

সূত্র : দ্য সান