বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাকী থাকতে দেখা গেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে। তবে হঠাৎ করেই এক নতুন নামের আগমনে বেশ আলোচনায় উঠে আসেন পরীমনি। পরীমনির এক মামলায় জামিনদার হওয়া তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ভাসতে শুরু করে। দুজনের ফেসবুক পোস্ট ও একে অন্যের পোস্টে গিয়ে মন্তব্য করা তাদের দুজনের রসায়নকে আরো বেশি করে উস্কে দেয়।
যদিও দুজনেই তাদের সম্পর্কের ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন যে তারা শুধুই ভাল বন্ধু। তবু গুঞ্জন যেন থেমে নেই!
সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে ফের সাদীর প্রসঙ্গে কথা বলেন পরীমনি। এবার স্পষ্ট করেই পরীমনি জানান দিলেন, সাদী তার জীবনে জাদুর মতন। পরীমনি বলেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তাই আমার কাছে।’
সাদী প্রসঙ্গে পরীমনি আরো বলেন, ‘একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে আমার জীবনের জন্য আশীর্বাদ।
আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’
এদিকে তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তাঁর সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়।
তিনি বলেন, ‘আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তাঁর মঙ্গল কামনা করি সব সময়।’
তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন এই তারকা জুটি। পরের বছরের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। বিয়ের এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বর্তমানে পরীমনিই তার সন্তানকে লালন-পালন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।