বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে টিভি নাটকের জনপ্রিয় দুই মুখ সাফা কবির ও পারসা ইভানা। বেশ কিছু ভালো কাজ উপহার দিয়ে এরইমধ্যে দর্শকের মন জয় করেছেন তারা। দুই অভিনেত্রী এই প্রথম কাজ করেছেন একই নাটকে। যার নাম ‘ব্যাড বাজ’। নাটকটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি।
সম্প্রতি কাপ্তাইয়ে নাটকটির শুটিং হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন পারসা। তিনি জানান, এই নাটকে সাফা কবিরের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এছাড়াও তাদের বন্ধুর চরিত্রের অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, সাইদুর রহমান পাভেল প্রমুখ।
নাটকটি নিয়ে পারভা ইভানা বলেন, ‘এই নাটকে আমার চরিত্রের নাম ফারিয়া। যেখানে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির আপু। তার নাম ইরা। এই প্রথম তার সঙ্গে অভিনয় করেছি। তিনি চমৎকার একজন মানুষ। শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমরা অনেক মজার আড্ডা দিয়েছি। ভালো সময় পার করেছি।’
পারসা আরও যোগ করেন, ‘সাফা আপুর আন্তরিকতার কথা আমার অনেক দিন মনে থাকবে। পুরো শুটিংয়ে তিনি আমার প্রতি দারুণ ভালোবাসা দেখিয়েছেন।’
https://inews2.zoombangla.com/%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/
জানা গেছে, আসছে ঈদকে সামনে রেখে ইউটিউবে ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।