স্টেটমেন্ট ব্লাউজে সাফা কবিরের আকর্ষণীয় লুক, নজর ফেরাতে পারবে না কেউই

সাফা কবির

বিনোদন ডেস্ক : দেশের ফ্যাশনিস্তা অভিনেত্রী সাফা কবিরের সাজপোশাক সবসময়ই সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে। নানা ধরনের জমকালো আর চোখ ধাঁধানো শাড়ির লুকে তো সকলেই নিজেকে সাজাচ্ছেন। কিন্তু একটি ব্যতিক্রমী স্টেটমেন্ট ব্লাউজ যে পুরো লুককে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে তা সাফা কবিরের এই লুকটি দেখলে যে কেউ মানতে বাধ্য।

সাফা কবির

ন্যুড আউটফিটের আবেদন এমনিতেও আলাদা। ন্যুড শেডের ফেব্রিকে অপূর্ব সুন্দর ফো পার্ল বিডসের কাজ করা ব্লাউজ পরেছেন এখানে সাফা। আর সঙ্গে সাদা শাড়ির ড্রেপিং একেবারে নজরকাড়া। সব মিলে অত্যন্ত আকর্ষণীয় লাগছেন এই সুন্দরী অভিনেত্রী।

পুরো আউটফিটটি সাফার ঘনিষ্ঠ বন্ধু , মেধাবী ডিজাইনার সাগুফতা ইয়াসমীনের লেবেল বাটারফ্লাই বাই সাগুফতার করা।

কানেও পার্লের টিয়ারড্রপ ডিজাইনের দুল পরেছেন সাফা। সবসময়ের মতো খোলা চুলে পরিপাটি ভাব।

কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা

সাফা এমনিতেও ভারী মেকআপ করেন না তেমন। এখানে হালকা ইট লাল লিপকালার আর কাজল, লাইনার মাশকারায় অপূর্ব সুন্দর লাগছেন এই অভিনেত্রী। সাদা শাড়ি আর স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে এই মিনিমাল সাজে সাফা সত্যিই মোহনীয়।

ছবি: সাফা কবিরের ফেসবুক

আলোকচিত্রী: আকিব রহমান