বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশ হয়েছে রানী মুখার্জি অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার ট্রেলার। ট্রেলারটি মুক্তির পরপরই প্রশংসার জোয়ারে ভাসছেন রানী মুখার্জি। দর্শকরা রানীকে নতুনরুপে আবিস্কার করেছে এই ট্রেলারের মধ্য দিয়ে। অভিনয়ের ‘রানী’ আবারও বাজিমাত করল ট্রেলারেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রেলারটির প্রশংসায় পঞ্চমুখ বলিউড তারকা এবং সিনেমা বিশ্লেষকরা। এবার ট্রেলার দেখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সাগরিকা ভট্টাচার্য। কি, নামটি অচেনা লাগছে? মুলত এই নামটির সাথেই জরিয়ে আছে সিনেমার গল্প। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি সাগরিকা ভট্টাচার্যের জীবনের গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ট্রেলার দেখে রানীকে স্বাগত জানিয়েছেন সাগরিকা ভট্টাচার্য। ট্রেলার দেখে নিজের প্রতিক্রিয়া শেয়ার করে সাগরিকা বলেন, “পর্দায় আমার গল্প বলা দেখে কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। ট্রেলারটি দেখে আমার মনে হয়েছিল যে আমি আমার যুদ্ধকে নতুন করে দেখছি। আমি বিশ্বাস করি যে এই গল্পটি জানা মানুষের জন্য গুরুত্বপূর্ণ।”
সম্প্রতি জার্মানিতে আরিহা শাহ নামের একটি মেয়েকে তার বাবা-মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে কতৃপক্ষ। সেই ঘটনার উল্লেখ করে সাগরিকা বলেন, “আজও অভিবাসী বাবা-মাদের সাথে কেমন আচরণ করা হয় তা জার্মানির দুঃখজনক ঘটনাটি থেকেই স্পষ্ট। আমি আরিহা শাহের মা ধারার সাথে যোগাযোগ করেছি, যার ছোট্ট মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছে। আমি আপনাদের সবাইকে তার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। যেমনটা আমি দাঁড়িয়েছি। এক মা হয়ে অন্য মায়ের প্রতি আমার নিঃশ্বর্ত সমর্থন।”
সাগরিকা আরো বলেছেন, “আমার সন্তানদের ফিরিয়ে আনার জন্য আমি যে দুঃখ ও সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছিলাম তা পর্দায় প্রকাশ করার জন্য রানি মুখার্জিকে ধন্যবাদ জানাতে চাই। তিনি নিজেই একজন মা এবং আমি তাকে ধন্যবাদ জানাই একজন মায়ের বেদনাদায়ক যাত্রা পর্দায় এত মর্যাদার সাথে আনার জন্য। আমি তার ট্রেলার দেখে ভেঙে পড়েছিলাম।”
‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ সিনেমাটি পরিচালনা করেছেন আশিমা চিব্বর। এটি সাগরিকা এবং তার স্বামীর জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে যারা ২০১১ সালে তাদের দুই সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। রানী মুখার্জি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, জিম সার্ভ এবং নীনা গুপ্তা।
সূত্র : হিন্দুস্তান টাইমস
দেখুন ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’র ট্রেলার :
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।