বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। এক সময় টিভি নাটক, বিজ্ঞাপনচিত্রের নিয়মিত দেখা যেত তাকে। বিয়ের পর সেই অভিনয়ে পড়েছে কিছুটা ভাটা। এখন খুব বেশি একটা দেখা যায় না পর্দায়। বৃহস্পতিবার (১৫ জুন) এক প্রিমিয়ার শো’তে দেখা মিলল তার। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাটকের ভিউ বেশি হওয়া নিয়ে তিনি জানান, ‘একটি ছাগলেরও অনেক ভিউ হয়ে যায় যদি ছাগলটা মজার কিছু করে।’
অনুষ্ঠানে তিনি বলেন, ভিউ হিসাব করে একজন অভিনেতার মান নির্ধারন করা হচ্ছে যেটা আমার কাছে ভুল মনে হয়। একজন অভিনেতার মান নির্ধারন করা উচিৎ তার অভিনয় দিয়ে কিংবা তার উপস্থাপনা দিয়ে, ভিউ দিয়ে নয়।
তিনি আরও জানান, আমি একটি নাটকের সংলাপ, চরিত্র, পরিস্থিতি বা গল্প যদি উপলব্ধি না করি তাহলে আমি সে নাটকে অভিনয় করি না। এখন আমাদের দর্শকরা লাউড অ্যাক্টিং নাটক বেশি পছন্দ করছে। দর্শক হচ্ছে আমাদের মা-বাবা’র মতন, যেহেতু তারা এগুলো গ্রহণ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।