পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ।

শনিবার (৮ নভেম্বর) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিস আড়তে নিয়ে আসা হয়। মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে মাছটির দাম এক লাখ টাকা হাকেন পাইকাররা। তবে মাছটি আরো বেশি দামে বিক্রির আশায় চট্রগ্রামে পাঠানো হবে বলে জানিয়েছেন আড়তদার।
সচরাচর এ ধরনের মাছ ধরা পড়ে না বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়ভাবে এ ধরনের মাছ দাতিনা বা ব্ল্যাক ডায়মন্ড নামেও পরিচিত। মাছটির এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অত্যন্ত দামী হওয়ায় একে ‘‘ব্ল্যাক স্পটেড ক্রোকার’ও বলা হয়।
ফয়সাল ফিস আড়তের সহকারী রাজু জানান, মাছটি তোলার পর ডাকের মাধ্যমে এক লাখ টাকা পর্যন্ত দাম ওঠে। তবে অধিক দামের আশায় মাছটি বিক্রি না করে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘এত বড় আকারের মাছ সচরাচর দেখা যায় না। তাই মাছটি দেখতে এসেছি। একটি মাছের দাম এক লাখ টাকা পর্যন্ত উঠেছে, কাছে এসে না দেখলে অবিশাস্য মনে হবে।’’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘‘মহিপুর বন্দরে ২১ কেজি ওজনের কালো পোয়া মাছ ধরা পড়েছে, এটি আনন্দের সংবাদ। মাছটির এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অত্যন্ত দামি।’’
তিনি আরো বলেন, ‘‘সরকার ঘোষিত মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সুফলে এখন জেলেরা এমন বড় ও দুষ্প্রাপ্য মাছ ধরতে পারছেন। এতে তারা অর্থনৈতিক লাভবান হচ্ছেন।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



