সাগরের তলদেশে গেলেন টয়া ও সাফা কবির

টয়া ও সাফা কবির

বিনোদন ডেস্ক : ভ্রমনপিপাসুদের কাছে পছন্দের দেশগুলোর একটি থ্যাইল্যান্ড। যেখানে সমুদ্রের বিশাল নীল জলরাশি ভরিয়ে তোলে পর্যটকদের মন। এছাড়া দেশটি স্কুবা ডাইভিংয়ের জন্যও বিখ্যাত। আর প্রতি বছর হাজার হাজার পর্যটক বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন এখানকার সমুদ্রতলে বিচরণের জন্য।

টয়া ও সাফা কবির

দেশের জনপ্রিয় দুই তারকা মুমতাহিনা টয়া ও সাফা কবিররাও ছুটে গেলেন থ্যাইল্যান্ডের তানতে বে’তে। ডুব দিলেন সাগরের অতল গহ্বরে। আর সেই মুহূর্তের ছবি টয়া-সাফা দু’জনেই শেয়ার করেছেন ফেসবুকে।

এই দুই তারকার কথায়, এবারই প্রথম তারা থ্যাইল্যান্ডের তানতে বে’তে স্কুবা ডাইভিং করলেন। ১২ মিটার পানির নিচে বেশ কিছুক্ষণ ভ্রমণ করেছেন। আর এই পুরো সময়টা দারুণ উপভোগ করছেন তারা, দেখেছেন নতুন এক জগত। যা তাদের সারাজীবন মনে থাকবে।

নির্লজ্জের চূড়ান্ত সীমা পৌছাল এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

এই সফরে টয়ার সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা শাওনও। তিনি জানান, সমুদ্রতলে বিচরণ করার বিস্ময়কর এই মুহূর্তের ভিডিওটি খুব শিগগিরই প্রকাশ করবেন টয়া।