সাগর পাড়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে নিশো-মেহজাবীন

মেহজাবীন

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তবে এই জুটিকে এখন খুব একটা দেখা যায় না। নাটকের কাজ কমিয়ে দিয়েছেন নিশো। আর মেহজাবীনের কাজের সংখ্যাও এখন হাতেগোনা।

মেহজাবীন

দীর্ঘদিন পর আবারও তারা জুটি হয়েছেন ওয়েব ফিল্মে। নাম ‘নীল জলের কাব্য’। আগামী ১৬ নভেম্বর এটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার প্রকাশ হয়েছে এর পোস্টার। যেখানে দেখা যায়, গোধূলি বেলায় সাগর পাড়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিশো ও মেহজাবীন।

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই কনটেন্ট। যখন কনটেন্টটির শুটিং হচ্ছিল ওটিটি ওত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিড আসে। চারবার শুটিং ক্যানসেল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে একটি ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণ করা হয়।’

নিশো-মেহজাবীন

তিনি আরও বলেন, ‘এই কনটেন্টে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়া নিশো ও মেহজাবীন জুটির ভক্ত আছেন অনেক। তারা ছাড়াও সাধারণ দর্শকও কনটেন্টটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের শীর্ষে ৪টি দেশ

উল্লেখ্য, জাহান সুলতানার গল্পে ২০২১ সালের ৯ মার্চ ‘নীল জলের কাব্য’র শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় শুটিং হয়ে চলতি বছরের আগস্টে নির্মাণ কাজ শেষ করেন নির্মাতা শিহাব শাহীন।