জুমবাংলা ডেস্ক : সাগরে প্রচুর মাছ পাওয়া যায়।যারা প্রকৃত মাছ শিকারী তারা সাগরেই মাছ ধরে বেশি।সাগরের মাচ প্রচুর দামে বিক্রি করা হয়। কেননা সবাই কমবেশি এই সকল মাছ খেতে খুব পছন্দ করে থাকে।সাগরের মাছে প্রচুর ডিম পাওয়া যায়।এই রকম অসংখ্য ভিডিও রয়েছে ইন্টারনেট দুনিয়ায়।
তেমনি অনেক স্থানেই মাছ চাষ করা হয়ে থাকে। এ ছাড়াও বিনোদন হিসাবে ছিপ/বড়শি দিয়ে মাছ ধ’রা আবার মাছকে অ্যাকুয়ারিয়ামে প্রদর্শন করা হয়ে থাকে। কয়েকটি প্রাণী মাছ না হলেও এগুলো মাছ হিসাবে প্রচলিত। আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীরা ‘ওপা’ নামের উষ্ণ রক্তের মাছের সন্ধান পান।
মাছটির কানসার টিস্যু এমনভাবে সাজানো যে, শিরা থেকে ঠাণ্ডা রক্ত প্রবাহিত হয়ে বিপরীতমুখী উষ্ণ রক্তের সঙ্গে মিলিত হয়। যে রক্ত কানসার দিকে আসছে তা গরম হয়।
পৃথিবীতে প্রায় ৩০-৪০ হাজার মাছের প্রজাতি পাওয়া যায়। বাংলাদেশে ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ এবং ২৬০ প্রজাতির স্বাদু জলের মাছ পাওয়া যায়।ছত্রাক রোগ, মাছের ক্ষতরোগ, পাখনা ও লেজ পচা রোগ, পেট ফোলা রোগ, সাদা দাগ রোগ, মিক্সোবোলিয়াসিস, উকুন রোগ (আরগুলোসিস), ফুলকা পচা রোগ (ট্রাইকোডিনিয়াসিস), কালো দাগ রোগ, গিলফ্লক (ডেক্টাইলোগাইরোসিস), গাইরোডিক্টাইলোসিস, ভিটামিনের অভাব ও অপুষ্টি রোগ।
সাগড়ে প্রচুর মাছ পাওয়া যায়।যারা প্রকৃত মাছ শিকারী তারা সাগরেই মাছ ধরে বেশি। সাগরের মাচ প্রচুর দামে বিক্রি করা হয়। কেননা সবাই কমবেশি এই সকল মাছ খেতে খুব পছন্দ করে থাকে।সাগরের মাছে প্রচুর ডিম পাওয়া যায়।এই রকম অসংখ্য ভিডিও রয়েছে ইন্টারনেট দুনিয়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।