আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ নাইজারের সাহারা মরুভুমি অংশে বাংলাদেশিসহ সাড়ে চার হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী আটকা পড়েছেন। অবৈধ পথে ইউরোপে যাওয়ার আশায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হেঁটে বেড়াচ্ছেন তারা।
সংবাদ সংস্থা এপি জানায়, আলজেরিয়া থেকে বিতাড়িত হয়ে অভিবাসীপ্রত্যাশীরা নাইজারের সীমান্তবর্তী আসামাকায় জড়ো হয়েছে। এখন পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়েছেন তারা।
সাহারায় আটকেপড়াদের মধ্যে মালি, আইভরিকোস্ট, সিরিয়া ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তপ্ত মরুভূমিতে পর্যাপ্ত আশ্রয়শিবির, খাবার ও পানির অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত একটি ট্রানজিট সেন্টারে এক তৃতীয়াংশ মানুষ আশ্রয় নিলেও, চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সংস্থাটি।
চলতি বছরের শুরু থেকে নাইজারে অভিবাসীদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। যা সেখানে নজিরবিহীন পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।