শাজাহান খানসহ সাবেক পাঁচ মন্ত্রী আরও ৫ মামলায় গ্রেফতার

grepter

জুমবাংলা ডেস্ক : রাজধানীর পাঁচটি থানার পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ পাঁচ জনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। অন্যান্যরা হলেন, জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

grepter

বুধবার (২০ নভেম্বর) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদের মধ্যে রাজধানীর পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আর উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেন হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে সাবেক মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান আসিবুর রহমান খানকে গ্রেফতার দেখিয়েছে। প্রায় একই সময়ে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টা ও অপহরণের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুলকে হক গ্রেফতার দেখানো হয়েছে।

আর মিরপুর থানাধীন এলাকায় মাদরাসা শিক্ষার্থী ও কিশোর মিজানুর রহমান হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

জেনে নিন শিম ভর্তার রেসিপি

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। আর গত ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে ডা. দীপু মনিকে, গত ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে, গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে এবং গত ১৮ অক্টোবর দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়।