উপজেলা পরিষদ নির্বাচন : হরিরামপুরে সাইদুর, সিংগাইরে সায়েদুল চেয়ারম্যান নির্বাচিত

Manikganj Election

নিজস্ব প্রতিবদক : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মতো (মোটরসাইকেল) প্রতীকে দেওয়ান সাইদুর রহমান এবং সিংগাইর উপজেলায় কাপ-পিরিচ প্রতীকে প্রথমবারের মতো মো.সায়েদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Manikganj Election

বুধবার রাতে হরিরামপুর ও সিংগাইর উপজেলা রিটার্নিং কর্মকর্তা অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিরামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং সিংগাইর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সায়েদুল ইসলাম সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

এছাড়া সিংগাইর উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে (পুরুষ) তালা প্রতীকে উপজেলঅ যুবলীগের সাধারণ সম্পাদক মো.রমিজ উদ্দিন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন বেসসরকারিভাবে নির্বাচতি হয়েছেন।

অপরদিকে হরিরামপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে বই প্রতীকে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার চায়না বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অফিসার মো.আমিনুর রহমান মিঞা জানান, কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ১ম ধাপের মানিকগঞ্জের দুটি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।সিংগাইর উপজেলায় মোট ভোটের ৩০.২৯শতাংশ এবং হরিরামপুর উপজেলায় ৪৪.৪৫শতাংশ ভোট পড়েছে।