বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সাইফ আলি খানকে হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে ছত্তিসগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, ছত্তিসগড়ের দুর্গ থেকে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মুম্বাই পুলিশের জুহু থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টরের কাছে রেলওয়ে প্রটেকশন ফোর্স বা আরপিএফ হামলাকারীর সম্পর্কে তথ্য জানতে পারে। তারপরই আকাশ কানোজিয়া নামে এক যুবককে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেপ্তার করে রেল পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশেষ সূত্র থেকে সন্ধান পেয়ে রেল পুলিশ দুটি দল গঠন করে হানা দেয় দুর্গ স্টেশনে। পুরো স্টেশন চত্বর সাদা পোশাকে পুলিশ ঘিরে ফেলে।
এরপর দুর্গ স্টেশনে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ঢুকতেই সন্দেহভাজনকে খুঁজে বের করে আটক করে পুলিশ। তারপরই তার ছবি পাঠানো হয় মুম্বাই পুলিশের কাছে। ছবি দেখে মুম্বাই পুলিশ নিশ্চিত করলে তাকে গ্রেপ্তার করা হয়।
দুর্গ স্টেশনে আরপিএফ ফাঁড়ি থেকে ভিডিও কল করে মুম্বাই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা হয় এবং সন্দেহভাজনের ছবি দেখানো হয়। সেখান থেকেই নিশ্চিত করা হয় তাকে আটকের খবর।
এদিকে খবর পেয়েই মুম্বাই পুলিশের একটি টিম বিমান ধরে রায়পুরের উদ্দেশে রওনা দিয়েছে। সেখান থেকে দুর্গ পৌঁছেই আকাশকে হেফাজতে নেবে মুম্বাই পুলিশ। এখন তাকে কড়া নিরাপত্তায় দুর্গ রেল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।