বিনোদন ডেস্ক : ‘কফি উইথ করণ’-এর জন্য বোধ হয় নিজের জীবনকেও বাজি রাখতে রাজি করণ জোহর । তাঁর কাছে কফির কাপে চুমুক দেওয়ার অর্থ হল সেলিব্রিটিদের সিক্রেট কৌশলী প্রশ্নের মাধ্যমে জেনে নেওয়া।
চলতি সিজনে ইতিমধ্যেই শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনরা করণের সাথে কফি খেতে রাজি হননি। তবে সারা আলি খান, সইফ আলি খান ও করিনা কাপুর রীতিমত ভুক্তভোগী বলা যায়। তাঁদের যৌ..নজীবন নিয়ে করণের আগ্রহ অপরিসীম।
এর আগে ‘কফি উইথ করণ’-এর একটি সিজনে করণ সারার সামনেই সইফকে তাঁর যৌ..নজীবন নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। সইফ বোধ হয় জানতেন, করণ তাঁকে নিজের মেয়ের সামনে ‘শরম সে পানি পানি’ করার চেষ্টা করবেন। কারণ করিনার সাথে সারার বয়সের পার্থক্য একটু কম।
ফলে সইফও দিয়েছিলেন সুপারহট উত্তর। করণ জিজ্ঞাসা করেছিলেন, করিনাকে জিম লুকে দেখে সইফের কেমন লাগে! সইফ বলেছিলেন, তিনি প্রতিদিন ঘুম থেকে উঠে করিনাকে বিছানাতেই দেখেন। বাবার কথা শুনে মজা করে কানে হাত চাপা দিয়েছিলেন সারা। তবে এর বেশি এগোননি সইফ।
কিন্তু ‘কফি উইথ করণ’-এর অপর একটি সিজনে সারা ও করিনা একে অপরের সামনে অত্যন্ত সাবলীল ছিলেন। সারা তাঁর ওয়ান নাইট স্ট্যান্ড, বয়ফ্রেন্ড সবকিছুতেই ছিলেন অকপট। কারণ করিনা তাঁর মা নন। তিনি শুধুই সারার বন্ধু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।