বিনোদন ডেস্ক : হবু মায়েদের জন্য একটি বই লিখেছেন করিনা। ‘করিনা কপূর’স প্রেগন্যান্সি বাইবেল’। গত বছর সেই বই বন্ধু করণ জোহরের সঙ্গে আড্ডায় নিজের শারীরিক এবং মানসিক অবস্থার কথা তুলে ধরেন অভিনেত্রী।
সম্পর্ক হোক বা যৌ* জীবন, কোনও কিছু নিয়ে কথা বলতেই রাখঢাক করেন না তিনি। করিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা থাকাকালীন নিজের নানা অনুভূতি এবং অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। জানিয়েছিলেন, দ্বিতীয় বার মা হওয়ার সময় তাঁর যৌ”ন ইচ্ছা চলে গিয়েছিল।
হবু মায়েদের জন্য একটি বই লিখেছেন করিনা। ‘করিনা কপূর’স প্রেগন্যান্সি বাইবেল’। গত বছর সেই বই বন্ধু করণ জোহরের সঙ্গে আড্ডায় নিজের শারীরিক এবং মানসিক অবস্থার কথা তুলে ধরেন অভিনেত্রী।
কর্ণ জানতে চান, অন্তঃসত্ত্বা অবস্থায় একজন নারীর যৌ”ন কামনা কেমন হয়। নিজেকে নিয়েই বা তিনি কী অনুভব করেন। বন্ধুর প্রশ্নের স্পষ্ট উত্তর দেন করিনা। বলেন, ‘কখনও কখনও মনে হত স্ফীত পেটটি নিয়ে আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। সইফকেও সে কথা বলতাম। ও বলত, আমাকে সুন্দর দেখাচ্ছে।’
করিনা মনে করেন, এমন সময়ে একজন নারীকে যৌ”ন জীবন সচল রাখার জন্য জোর করা উচিত নয়। তাঁর ভাবনা এবং অনুভূতিগুলোকেই প্রাধান্য দেওয়ার উপদেশ দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘আপনার স্বামী যদি আপনার অনুভূতিই না বোঝেন, তবে তিনি আপনার সন্তানের বাবা হবেন কী করে?’
করিনা জানিয়েছেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন সইফ তাঁকে চোখে চোখে রেখেছিলেন। স্ত্রী ইচ্ছা-অনিচ্ছাকেই গুরুত্ব দিতেন তিনি। নানা শারীরিক সমস্যার কারণে যখন অভিনেত্রী যৌ”ন ইচ্ছা হারিয়ে ফেলেন, তখনও তাঁর পাশে ছিলেন সইফ।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কনিষ্ঠ পুত্র জেহ-র জন্ম দেন করিনা। দেখতে দেখতে বছর ঘুরে গেল। আপাতত পরিবার এবং কাজ নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।