জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন সাইফ হাসান। ধারাবাহিকতা ধরে রেখে এশিয়া কাপের ফাইনালে চোখ রাখছেন এই টাইগার ওপেনার।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সাইফ বলেন, ‘এখানে (এশিয়া কাপে) আসার আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো। আমরা এক ধাপ এগিয়েছি। এখনো দুটি ম্যাচ বাকি আছে। আমাদের পরবর্তী লক্ষ্য পরের (ভারত) ম্যাচ।’
বড় স্বপ্ন দেখে, ধাপে ধাপে এগোতে চান সাইফ হাসান। তিনি বলেন, ‘অবশ্যই বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং আমাদের পুরো মনোযোগ এখন সেই ম্যাচেই থাকবে। পরেরটা পরে দেখা যাবে।’
শ্রীলঙ্কা বিপক্ষে ব্যাটিং পরিকল্পনার কথা জানিয়ে সাইফ বলেন, ‘উইকেট পড়ার পর আমাদের পরিকল্পনা ছিল যে, পাল্টা আক্রমণ করবো। নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও, আমরা টিম মিটিংয়ে বোলারদের নিয়ে আলোচনা করেছিলাম। লিটন ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা খুব ভালো ছিল। উনি বুঝতে পেরেছিলেন যে পরের বলটা কী হতে পারে এবং সেটাই আমাকে বলছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।