সাইফ-কারিনাপুত্র তৈমুরের ন্যানির মাসিক বেতন জানলে চোখ কপালে উঠবে আপনার

Karina

বিনোদন ডেস্ক : জন্মের পর থেকেই প্রচারমাধ্যমে ব্যাপক আলোচিত পতৌদির ছোট নবাব অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর দম্পতির পুত্র তৈমুর আলি খান। শিশুকাল থেকেই ছবি শিকারিদের ক্যামেরা তার দিকে তাক করা থাকতো।

Karina

সাইফ-কারিনার সঙ্গে তৈমুর বেরিয়ে একবার মুচকি হাসলে বা হাত নাড়লে, সেটাই পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করতেন। তৈমুরের ভিডিওগুলোও মুহূর্তে ভাইরাল হয়ে যেত। সেসব ছবি বা ভিডিওতে সাইফ আলি খান বা কারিনা কাপুর খান ছাড়াও আরেকজনের সঙ্গে তৈমুরকে দেখা যেত, তিনি হলেন ন্যানি (শিশু পরিচর্যাকারিণী) ললিতা ডি’সিলভার। তাকে কোলে আগলে রাখতেন ললিতা। তৈমুরের বদৌলতে রাতারাতি আলোচনায় চলে আসেন পতৌদি নবাব পরিবারের এই ন্যানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিতা জানিয়েছেন তার মাসিক বেতন আড়াই লাখ টাকা! শুধু তৈমুরই নয়। জানা গেছে, বহু বছর আগে তিনিই বড় করেছেন ধনকুবের মুকেশ অম্বানীর ছেলেমেয়েদের। শোনা যায়, বলিপাড়ার চর্চিত এই ন্যানি নাকি মাসিক ২.৫ লাখ টাকা পেতেন। এ বার প্রকাশ্যে আনলেন সেই সত্য।

সাক্ষাতকারে কারিনা কেমন মা সেই প্রসঙ্গে ললিতা বলেছেন, ‌‘কারিনা একজন অসাধারণ মা। তিনি খুবই নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলেন। সাইফও সন্তানদের অনেকটা সময় দেন। খুব সুন্দরভাবে দুই সন্তানকে মানুষ করছেন তারা।’

অল্প বয়সী যুবকদের প্রতি কেন মেয়েদের আকর্ষণ বাড়ছে

তৈমুরকে নিয়ে শুরুর দিকে লোকজন ও মিডিয়ার আগ্রহ উন্মাদনা প্রসঙ্গে ললিতা ডিসিলভা বলেন, ‘আম জনতা থেকে সংবাদমাধ্যমের চাপ ছিল। মাঝে মাঝে মনে হত, কেন এই শিশুটিকে তাড়া করছেন ওরা! ওর নিরাপত্তা নিয়ে খুব চিন্তায় থাকতাম। শিশুদের এসবের থেকে দূরে রাখাই উচিত।’ জানা গেছে তৈমুরের পাশাপাশি কারিনার ছোট ছেলে জেহ-র দেখভালের দায়িত্বও ললিতারই।