জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রীসভায় জায়গা হয়নি বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রীসভার তালিকায় ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম থাকলেও সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নাম নেই।
বুধবার রাত সাড়ে আটটার দিকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ৩৬ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ঘোষণা করেছেন।
আগামীকাল সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে রাষ্টপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা প্রকাশ হলে সেখানে এই তথ্য পাওয়া যায়।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক ব্রিফিংয়ের পর জানা যায়, এক মন্ত্রীর বিদেশে ২ হাজার ৩০০ কোটি টাকার বিনিয়োগ ও ব্যবসা রয়েছে। তবে সংস্থাটি মন্ত্রীর নাম উল্লেখ করেনি।
পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীই টিআইবির উল্লেখ করা ওই মন্ত্রী। ব্রিটেনে তার সম্পদের পাহাড় গড়ার তথ্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।