জুমবাংলা ডেস্ক : কক্সবাজার জেলার টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে হ্যাচারিতে জন্ম নেওয়া ১৮৩টি কাছিমের বাচ্চা গতকাল বুধবার বিকেলে বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারির পশ্চিম সৈকতে বাচ্চাগুলো সাগরে ছাড়ে ‘আমার সেন্ট মার্টিন’ নামের সামাজিক সংগঠনের সদস্যরা।
সেন্ট মার্টিন দ্বীপকে কচ্ছপসহ সকল সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। জীববৈচিত্র্য রক্ষা করা পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে অপরিহার্য, আর তারই অংশ হিসেবে কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।
কয়েক বছর ধরে সেন্ট মার্টিন সৈকত থেকে কাছিমের ডিম সংগ্রহ করে আসছে সংগঠনটি। চলতি মৌসুমে এ পর্যন্ত তারা আট শতাধিক ডিম সংগ্রহ করেছে। এর মধ্যে এক সপ্তাহ আগে ১৭০টি কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। ৪ দফায় মোট ৪৮৬ টি কাছিম ছানা মুক্ত করা হয়েছে ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।