বিনোদন ডেস্ক : বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও দিয়ে শোবিজে যাত্রা শুরু, এরপর বড় পর্দায় অভিষেক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির জন্য হুট করেই কাজ থেকে বিরতি নেন সায়রা জাহান। দীর্ঘদিন পর ফিরেছেন পর্দায়।
ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে তার অভিনীত একটি ছোটগল্প ও ওয়েব সিরিজ। ক্লোজআপ কাছে আসার গল্পে ‘লেগুনা’য় অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন সায়রা। শুধু তা-ই নয়, সদ্য মুক্তি পাওয়া ‘আরারাত’ ওয়েব সিরিজ দিয়ে সাড়া ফেলে দেন। নেগেটিভ চরিত্র এবং ভিন্নরূপে তাকে দেখে অবাক নেটিজেনরা। সোশ্যালে ভাসছে ইতিবাচক মন্তব্য। কেউ কেউ বলছেন, ‘দারুণ কামব্যাক।’ আবার কেউ বলছেন, এতটা বোল্ডরূপে আগে তাকে কখনো দেখা যায়নি। নেগেটিভ চরিত্র হলেও উপস্থিতি, অভিনয় এবং লুকে মুগ্ধতা ছড়িয়েছেন বেশ।
সায়রা জাহান বলেন, ‘অনেক দিন থেকেই আমি পর্দায় নেই। তারপরও দর্শক আমাকে মনে রেখেছেন। এটা দেখেই আমি সারপ্রাইজড। দুটো কাজ নিয়েই সবার এত বেশি প্রশংসা, আমি আসলেই অনেক অবাক হয়েছি। দুটো কাজ একদমই দুই রকম। ‘লেগুনা’য় আমি মফস্বলের এক মেয়ে, বেশ মজার রোমান্টিক গল্প। আর ‘আরারাত সিরিজে একটা নেগেটিভ চরিত্র তাও আবার ভিন্নরূপে। যেমনটা আমি আগে কখনো করিনি। দুটো কাজ নিয়ে সবার এত বেশি পজেটিভ রেসপন্স দেখে আমার আসলেই খুব ভালো লাগছে।
লেগুনা গল্পটি পুলক অনিল ভাইয়ার লেখা। গল্পটি যখন প্রথম আমাকে শোনানো হয় তখনি আমার মনে হয় এই গল্প দিয়েই আমার ফেরা হোক। এর জন্য ধন্যবাদ পুলক ভাই এবং পরিচালক আবুল খায়ের চাঁদ ভাইকে।
আর ‘আরারাত’-এর চরিত্রটি নিয়ে আমি চিন্তিত ছিলাম। কারণ, দর্শক আগে আমাকে যে রকম দেখে এসেছেন, এটা একদমই তার বিপরীত। চরিত্রটি নেগেটিভ হলেও এখন পর্যন্ত যা রেসপন্স পেয়েছি সব পজেটিভ। সবাই ফোনে, মেসেজে প্রশংসা করছেন। আই অ্যাম ব্লেসড। এর জন্য পরিচালক ভিকি জাহেদ বিশেষ ধন্যবাদ প্রাপ্য। আমাকে এ রকম একটা চরিত্রে কাস্ট করার জন্য।’
আরারাত চরিত্রটি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে যখন চরিত্রের জন্য বলা হয়, আমি নিজেও অবাক হয়েছিলাম। কারণ এ রকম কোনো চরিত্র আগে করিনি। এর মধ্যে এতটা বোল্ড এবং রহস্যময়ী লুক। পুরো ব্যাপারটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, খানিকটা ভয়েরও। লুক নিয়ে সবচেয়ে বেশি মন্তব্য পেয়েছি। অভিনয়ের জন্যও পেয়েছি। সিরিজটিতে একটা দৃশ্য রয়েছে যেখানে দেখা যায়, গাড়ি অ্যাকসিডেন্ট করি। গাড়ি উল্টে পড়ে থাকি। ওই দৃশ্যটা করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে।’
সায়রা বলেন, ‘একই সময়ে দুই রকমের চরিত্র করতে পেরে আমি অনেক বেশি স্যাটিসফায়েড। এরমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন। অভিনয়ের সুযোগ আছে, নিজেকে প্রমাণ করার সুযোগ আছে এরকম গল্প ও চরিত্রেই নিজেকে দেখতে চাই। আমি মনে করি এখন কাজের পরিধি অনেক কিন্তু অভিনয়শিল্পী হিসেবে নিজেকে তৈরি করাটা একটা জার্নি। ওপেনস্পেস থিয়েটারের সঙ্গে কাজ করছি। নিজের চরিত্রের পাশাপাশি গল্প নিয়েও যে ভাবতে হয় তা শিখেছি ওখানে। অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় থিয়েটারে কাজ করলে। পাশাপাশি জাপানিজ কারাতে শিখছি। ছোটবেলা থেকে শেখার ইচ্ছে ছিল। কে জানে, হয়তো কোনো একদিন অ্যাকশন ফিল্মে এই প্র্যাকটিস কাজে লেগে যাবে!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।