যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমা ‘সাইয়ারা’। ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর হুহু করে বাড়ছে সিনেমাটির আয়। সিনেমাটিতে নজর কেড়েছে এর প্রধান দুই চরিত্র। নায়িকা অনীত পাড্ডা সম্পর্কে জানা গেল অবাক করা তথ্য।
সিনেমাটিতে জুটি বেঁধেছেন নতুন দুই মুখ— আহান পান্ডে ও অনীত পাড্ডা। নতুন অভিনেতা-অভিনেত্রী দিয়ে এতো ভালো করা যায় ‘সাইয়ারা’ যেন তা বুঝিয়ে দিল।
ছবির রোম্যান্টিক গল্প যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি আলোচনায় উঠে এসেছেন এর নায়িকা অনীত পাড্ডা। সৌন্দর্য ও অভিনয়ে অনীত একেবারেই ভিন্ন ধাঁচের- বলছেন দর্শকরা। কাজল কালো চোখ, গোলাপি গাল, ঘন ভ্রু আর আঁখিপল্লব- সব মিলিয়ে অনীতকে দেখা যায় এক মোহনীয় রূপে।
তবে অবাক করা তথ্য হলো, আজ থেকে প্রায় দশ বছর আগে অনীত নিজেই নিজের ভ্রু উপড়ে ফেলেছিলেন! কেন করেছিলেন এই কাজ?
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার মনে আছে, স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে হঠাৎ করেই মুখের সব মেকআপ মুছে ফেলতে শুরু করি। তখনই অদ্ভুত এক সিদ্ধান্ত নিই,-দুই ভ্রু কামিয়ে ফেলি, এমনকি চোখের আটটি পাতা উপড়ে ফেলি।’
ঘটনার পর অনীতের মা যখন বাসায় ফিরলেন, অবাক হয়ে বললেন, ‘এবার তুমি স্কুলে যাবে কীভাবে?’ তখন চিন্তায় পড়ে যান অনীতও।
তবে অভিনেত্রীর মতে, ‘হয়তো আমি তখনই বুঝে গিয়েছিলাম, এটা একটা নতুন যুগের সূচনা। আজকাল তো অনেকেই ভ্রু উঠিয়ে ফেলছেন- সেই সময় হয়তো আমি নিজেও কোনো নতুন কিছু করতে চেয়েছিলাম।’
উল্লেখ্য, প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় গত ১৮ জুলাই। বলিউডের রোমান্টিক গল্পের জাদুকর নির্মাতা মোহিত সুরি ৫ বছরের বিরতি ভেঙে দর্শকদের উপহার দেন এ সিনেমা। মাত্র ৪৫ কোটির বাজেটে নির্মাণ করা হয়েছে ‘সাইয়ারা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।