সাজা এড়াতে ৭ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না

সাজা

জুমবাংলা ডেস্ক : দীর্ঘ সাত বছর নাম-পরিচয় গোপন করে পালিয়ে থাকা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সাজা

রবিবার (২২ অক্টোবর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদ্দাম হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী থানার বড়গাঁও ইউনিয়নের আরাজী কেশুর বাড়ি গ্রামের তাজিম উদ্দিনের ছেলে।

জানা যায়, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও ও দেশের বিভিন্ন জেলায় চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা, নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধে মামলা রয়েছে। তিনটি মামলায় তাকে সাজা প্রদান করেন আদালত।

আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ে এক মামলায় ২৩ লাখ টাকা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, আরেক মামলায় ১১ লাখ টাকা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তৃতীয় মামলায় আট লাখ টাকা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেন।

মশা-মাছি ও ক্ষতিকর কিটপতঙ্গ বিদ্যুৎ গতিতে দূর করার উপায়

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, সাতবছর ধরে সাদ্দাম ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন। অনেক কৌশলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠাতে সক্ষম হয়েছি।