বিনোদন ডেস্ক : ঢালিউড কিং শাকিব খান ও অপু বিশ্বাসকে বিশেষ পরামর্শ দিয়েছেন ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে মূলত মিশাকে প্রশ্ন করা হয় কর্মজীবন নিয়ে। অভিনয়ের সঙ্গে তিন দশকেরও বেশি সময় ধরে জড়িয়ে আছেন। গুণী এ অভিনেতার কাছে তাই জানতে চাওয়া হয় তার কয়েকজন সহকর্মী সম্পর্কে।
এক প্রশ্নে মিশার উত্তরে উঠে আসে বেশ কয়েকজন অভিনয় শিল্পীর নাম। যার মধ্যে প্রথমেই ছিলেন ঢালিউড কিং শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস। এ দুই তারকাকে মূলত বিশেষ পরামর্শই দিয়েছেন মিশা।
শাকিব প্রসঙ্গে মিশা বলেন, আমি শাকিবকে অনেকবার বলেছি, বিশ্ববিদ্যালয়ে পড়া ভালোমানের একজন উপদেষ্টা রাখতে। যেকোনো ঝামেলায় নিজে এখনও সবটা ফেস করে। উপদেষ্টা থাকলে সেটা হতো না। কেন এখনও শাকিব এ কাজটা করেনি আমি জানি না।
বিশ্বের সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না
অপু প্রসঙ্গে মিশা বলেন, সুন্দর করে কথা বলতে পারে অপু। ও বেশ আত্মকেন্দ্রিক। নিজেকে নিয়েই বেশি ভাবে। আমি মনে করি, এটা দোষের মধ্যে পড়ে না। তবে ওর (অপু) নিজের পাশাপাশি অন্যের বিষয়েও একটু বোঝা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।