টেলিসিনে অ্যাওয়ার্ডে শাকিবের বাজিমাত

শাকিবের বাজিমাত

বিনোদন ডেস্ক : শাকিব খানের অর্জনের ঝুলিতে আরও দুটি পুরস্কার জমা হলো। কলকাতার টেলিসিনে সোসাইটি আয়োজিত টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। পাসওয়ার্ড ও বীর ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে তাকে পুরস্কৃত করা হয়। শনিবার (১৪ মে) কলকাতার নজরুল মঞ্চে বসে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ১৯তম আসর।

শাকিবের বাজিমাত

যদিও নতুন সিনেমার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করায় নিজ হাতে পুরস্কার গ্রহণ করতে পারেননি কিং খান। তবে কলকাতা থেকে পাওয়া পুরস্কারে যারপরনাই উচ্ছ্বসিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাওয়ার্ড দুটির ছবি প্রকাশ করে জানিয়েছেন ভালো লাগার কথা।

শাকিব লিখেছেন, ‘ধন্যবাদ টেলিসিনে। পাসওয়ার্ড ও বীর সিনেমার জন্য আমাকে সেরা অভিনেতার পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য। এটি আমাকে আরও খুশি করেছে কারণ, দুটি সিনেমাই আমার এসকে ফিল্মস থেকে নির্মিত।’

এ সময় তিনি তার অনুরাগীদের ধন্যবাদ জানাতে ভোলেননি। সেই সঙ্গে সিনেমা দুটির সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মালেক আফসারী পরিচালনা করেছেন পাসওয়ার্ড সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব-বুবলী। ২০১৯ সালের ঈদের সিনেমা ছিল এটি।

হঠাৎ কেন হাসপাতালে গেলেন অক্ষয় কুমার

অন্যদিকে বীর পরিচালনা করেছিলেন কাজী হায়াত। এটি তার ৫০তম সিনেমা ছিল। এতেও শাকিবের নায়িকা ছিলেন বুবলী। ২০২০ সালের ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল এই ছবি।