সাকিবের মন্তব্যে ক্ষেপে গিয়ে যা বললেন রফিক

Sakib

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল দেশ। বহু মানুষ হারিয়েছেন প্রাণ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। বাংলাদেশের ক্রিকেটাররাও মুখ খুলেছেন। তবে সাকিব ছিলেন ব্যতিক্রম। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে একবারের জন্যও মুখ খোলেননি এই তারকা। সংকটের সময়ে দেশের সেরা এই ক্রিকেটারের চুপ থাকা মানতে পারেননি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তাইতো কানাডার লিগেও সাকিবের কাছে জানতে চাওয়া হয় তার অবস্থান সম্পর্কে।

Sakib

চলমান গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের মধ্যকারের খেলা শেষে এক প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের উদ্দেশে ক্ষোভের সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, দেশের এই চলমান অস্থিরতায় কেন তিনি নীরব? এমন প্রশ্নের উত্তর না দিয়ে সাকিব পাল্টা প্রশ্ন করে বসেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

সাকিবের পাল্টা প্রশ্নের পর সেই দর্শক উত্তর দেন, ‘আমি তো আর এমপি (সংসদ সদস্য) না, আমি আমার পরিবারের দায়িত্ব পালন করছি।’ সাকিব প্রশ্নের জবাব না দিয়ে বারবার একইভাবে বলছিলেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এবার টাইগার অলরাউন্ডারের কড়া সমালোচনা করেছেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। গণমাধ্যমের মুখোমুখি হয়ে রফিক বলেন, ‘সাকিবের ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। সে দর্শকককে যে কথা বলেছে, তার জবাবটা বিসিবির দেওয়া উচিৎ। কারণ তাকে দেশের প্রতিনিধি বানিয়ে, পতাকা নিয়ে তাকে বাইরে পাঠানো হয়, সে এ ধরনের কথা বলবে কেন? পাবলিক মাঠে গালি দেয়, আবার জিতলে ঠিকই মাথায় তুলে নাচে। পাবলিক এমনই, এখন তারা সবকিছু বুঝে, তাদের নয়-ছয় বোঝানোর দিন শেষ।’

ক্ষোভ প্রকাশ করেন রফিক আরও বলেন, ‘আপনি কী জিতছেন? এশিয়া কাপ, আইসিসির কোনো ট্রফি জিতছেন? আগে বাংলাদেশটা কী ফিল করতে হবে, পতাকা ফিল করতে হবে। আমি মনে করি এদের মধ্যে ফিলিংস বলতে কিছু নেই। তারা বোঝে শুধু টাকা আর টাকা।’

মুক্তি পেলেন আরও ৭ এইচএসসি পরীক্ষার্থী

এর আগে সেদিন বাগযুদ্ধের সময় সাকিবকে পদত্যাগেরও আহ্বান জানান ওই দর্শক। সে সময় নিরাপত্তারক্ষীরা সরিয়ে নেন সাকিবকে। ক্ষুব্ধ সাকিব নিরাপত্তারক্ষীদের কাছে জানতে চান, ওই দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না। উত্তপ্ত সেই বাক্যবিনিময়ের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সাকিবের এমন আচরণের চরম সমালোচনা করেছেন ভক্তরা।