বিনোদন ডেস্ক : একের পর এক অভিযোগের তীর চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে। সম্প্রতি খবরের পাতায় এই নায়কের ব্যক্তিজীবন নিয়েই বেশি চর্চা হচ্ছে। ক’দিন আগে শাকিব তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন।
জানান, তাদের (শাকিব-বুবলী) বিচ্ছেদ হয়ে গেছে। বুবলী তাকে ধোঁকা দিয়েছেন এবং বিনা কারণে বিশ্বাসভঙ্গ করেছেন। শুধু তাই নয়, শাকিবকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে অর্থবিত্ত ও নাম কামিয়েছেন তিনি।
এ ছাড়া অনুষ্ঠানে শাকিবের নানা অভিযোগ প্রসঙ্গে কথা বলেন এই নায়িকা। যা পাঠকদের জন্য ভিডিওতে তুলে ধরা হলো-
তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন বুবলী। আর এবার এই সুপারস্টারের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললেন তিনি!
জীবনে কোটি টাকার মালিক হতে চাইলে এই চার ব্যবসার কোন বিকল্প নেই
গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুবলী বলেন, ‘শাকিব নিজের সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া, মিথ্যা, বানোয়াট অভিযোগে অভিযুক্ত করেছেন। এভাবে কি সাহসী হতে চেয়েছেন তিনি? সেই সঙ্গে পুরুষত্ব প্রমাণ করতে চেয়েছেন। এতে কি তার পৌরুষ প্রমাণিত হবে?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।