বিনোদন ডেস্ক : ‘গলুই’ ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেন পূজা চেরি। সম্প্রতি শাকিব-পূজা চেরির গুঞ্জন উঠেছে। এ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ছেন শাকিব-পূজা দুজনেই। নতুন সিনেমা ‘হৃদিতা’র প্রচারণায় গিয়েও তিনি শাকিব নিয়ে প্রশ্নের মুখোমুখি হন।
হেসে পূজা বলেন, ‘এটা নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। নো কমেন্টস। এতো কথা বলতে গেলে আমি বিব্রতকর অবস্থায় পড়ে যাব। এখন যেহেতু সিনেমা নিয়ে আছি। আমি হৃদিতা নিয়েই কথা বলব। হ্যাঁ, একটা ভালো সময় বের করে আমি এ ব্যাপারটা পরিষ্কার করব’।
এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সেদিন পূজা চেরি বলেন, ‘গলুই’ ছবিতে কাজ করতে গিয়ে চরিত্রের জন্য শাকিবের সঙ্গে প্রেম করেছেন তিনি। পূজা বলেন, ‘এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, সব নায়কের সঙ্গেই আমার প্রেমের কথা উঠেছে। কিন্তু কেউ প্রমাণ দিতে পেরেছেন?
আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি? কিছুটা প্রমাণ তো থাকতে হবে। তবে মিথ্যা বলব না, প্রেম তাঁর সঙ্গে করেছি; সেটা চরিত্রের জন্য, সিনেমার জন্য’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।