শাকিব বিনয়ী, হেল্পফুল কো-অ্যাক্টর : ইধিকা

ইধিকা ও শাকিব

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিয়তমা’য় তার বিপরীতে কাজ করছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। আর এটাই ইধিকার প্রথম সিনেমা। ক্যারিয়ারে প্রথম সিনেমা, ভিন্ন দেশ, এর চেয়ে বড় ব্যাপার তার বিপরীতে সুপারস্টার শাকিব খান! সব মিলিয়ে ভীষণ নার্ভাস ছিলেন এই অভিনেত্রী।

ইধিকা ও শাকিব

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন কলকাতার এই অভিনেত্রী।

তিনি বলেছেন, শুরুতে নার্ভাস থাকলেও শুটিং করে প্রাণ ভরে গেছে। কোনো চাপ অনুভব করছি না। বরং ‘প্রিয়তমা’র জার্নি দারুণভাবে উপভোগ করছি। প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। সে কলকাতায় একাধিক ছবি করেছে। তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল।

ইধিকা পাল বলেন, তার সঙ্গে নতুন পরিবেশে কাজ করবো এটা ভেবে শুরুতে নার্ভাস ও মেন্টাল প্রেসারে ছিলাম। কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাই ডিয়ার বিহ্যাভ ও টেক কেয়ার করেছে আমি জাস্ট মুগ্ধ হয়েছি।

ফেলে দেওয়া সাবান যেভাবে কাজে লাগাবেন

ইধিকা আরও বলেন, শাকিব খান যেহেতু এদেশের বড় স্টার আমি ভেবেছিলাম সে ফ্রেন্ডলি কম হবে এবং একটা মুড নিয়ে থাকবে। হয়তো সেভাবে কথা বলতে চাইবে না। কিন্তু বিশ্বাস করুন আমি দেখলাম সে খুবই বিনয়ী, দুর্দান্ত হেল্পফুল কো-অ্যাক্টর।