শাকিব-বুবলীর মুখোমুখি অপু-জয়!

শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই জটিল হচ্ছে ঈদের সিনেমার হিসাব–নিকাশ। এক দিকে সীমিত হল, অপর দিকে প্রথম সারির একাধিক তারকার সিনেমা—সব মিলিয়ে মনে হচ্ছে, ঈদের সিনেমা নিয়ে তুমুল প্রতিযোগিতা হবে। তবে আগে থেকেই জানা ছিলো ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বুবলীর ‘লিডার-আমিই বাংলাদেশ’ নামের ছবিটি ঈদে আসবে। ইতিমধ্যে খানিকটা প্রচার-প্রচারণাও শুরু হয়েছে। তবে আজ জানা গেলো অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি এবার ঈদেই আসছে।

শাকিব-বুবলী

‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক জয় চৌধুরী।

ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জয় চৌধুরী বলেন, এর আগে কয়েকবার সিনেমাটি মুক্তির কথা কথা থাকলেও বেশকিছু কারণে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অবশেষে গত ৩১ মার্চ আমাদের ছবিটি সেন্সর পেয়েছে। সেই সঙ্গে অনেক প্রশংসা পেয়েছে। এরই মধ্যে হল বুকিংও শুরু হয়েছে। এছাড়া বাংলাদেশের বেশ কয়েকটি শিল্পকলা একাডেমিতে সিনেমাটি চালানো হবে।’

তিনি আরও বলেন, ‘অপু বিশ্বাসাসের সঙ্গে এবার ঈদে আমার ছবি আসছে এটা আমার জন্য অনেক বড় একটি বিষয় ও বড় পাওয়া। এই ছবিতে দর্শকরা নতুন কিছু পাবে।’

‘প্রেম প্রীতির বন্ধন’ পরিচালনা করেছেন করছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও প্রেম প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

এদিকে ঈদে শতাধিক হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা। বিষয়টি নিশ্চিত করে সিনেমার পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান বলেন, ঈদে লিডার আসবে কনফার্ম। এই সপ্তাহে সিনেমার টিজার এবং পরে গান মুক্তি দেওয়া হতে পারে।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’ দুটি সিনেমা ঈদে মুক্তির কথা ছিলো। কিন্তু নির্মাতা সূত্রে জানতে পেরেছি, ‘আগুন’ ঈদে মুক্তি পাবে না। সেই হিসেবে শাকিবের ঈদের একমাত্র সিনেমা হতে যাচ্ছে ‘লিডার’!

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, ১০০-এর বেশি হল পাবে ‘লিডার’। কারণ সারাবছর সিনেমা হলে শাকিবের সিনেমার চাহিদা অন্যরকম। তার নতুন সিনেমা না পাওয়ায় পুরাতন সিনেমা চালানো হয়। এক বছর পর হিরোর সিনেমা আসবে। সিঙ্গেল স্ক্রিনের প্রতিটি হল মালিকরা চাইবেন হিরোর সিনেমা। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রত্যাশা রাখছি, ঈদে ‘লিডার’ ১০০-এর মতো হল পাবে।’

সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

বেশরম রং গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন অ্যাঞ্জেল রাই

গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি। যা সামাজিক সচেতনা, প্রতিবাদ (অ্যাকশন) ও রাষ্ট্রে জীবনযাপনে স্বনির্ভর হওয়ার বার্তা দেবে দর্শকদের।