স্পোর্টস ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিম্ন পদস্থ কর্মচারীদের জন্য ঈদ উপহার হিসেবে ১০ লাখ টাকা দিলেন সাকিব আল হাসান।
দেশসেরা এই ক্রিকেটারের এই ঈদ উপহার পাবেন বিসিবির নিম্ন পদে কাজ করা স্টাফরা। বিসিবির অফিস সহকারী থেকে শুরু করে মাঠকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের ঈদের খুশি বাড়িয়ে দিতে সাকিবের এই উদ্যোগ।
ঝামেলা এড়াতে এবং সুশৃঙ্খলতা বজায় রাখতে সাকিব নিজে না করে বিসিবির মাধ্যমে এই ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বিসিবির স্টাফদের কাছে। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।
বিসিবির সেই কর্মকর্তা এও জানিয়েছেন, সাকিব ঈদ উপহার পাঠিয়ে বলে দিয়েছেন, টাকাটা যেন স্টাফদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। এ ছাড়াও কেউ যাতে বঞ্চিত না হোন, এ জন্য সাকিব নির্ধারণ করে দিয়েছেন কারা কারা পাবে এই ঈদ উপহার।
তবে সাকিবই প্রথম ব্যক্তি নন, যিনি বিসিবির নিম্ন পদস্থ স্টাফদের মধ্যে ঈদ উপহার পাঠিয়েছেন। এর আগেও জাতীয় দলের অনেক ক্রিকেটার ঈদ উপলক্ষে বিসিবির মাঠ-পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এভাবে উপহার পাঠিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।