ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির কিং শাকিব খানের আগামী সিনেমা ‘প্রিন্স’ নিয়ে আবারও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অভিনেত্রী বাদপড়ার গুঞ্জন ওঠে। এমনকি শুটিং শুরু করেও বন্ধ হওয়া—এমন বেশ কিছু গুঞ্জনে যখন সিনেপ্রেমীরা দ্বিধাবিভক্ত, ঠিক তখনই মুখ খুলল প্রযোজনা প্রতিষ্ঠান।

নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘প্রিন্স’ সিনেমাটি। ক্রাইম, অ্যাকশন, লাভ আর ইমোশনের মিশেলে তৈরি এই সিনেমাটির প্রথম পোস্টার গত বছরই দর্শকদের মাঝে ব্যাপক ঝড় তুলেছিল। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই বড়পর্দায় ‘প্রিন্স’ সিনেমার অবতার দেখা যাবে।
আগামী ঈদের অন্যতম আলোচিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকার থাকার কথা রয়েছে। অভিনেত্রী তাসনিয়া ফারিণ নিশ্চিত হলেও দ্বিতীয় নায়িকা কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শোনা গেলেও তিনি একে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। এ নিয়ে চারদিকে নানা জল্পনা-কল্পনার মাঝে জানা গেছে, বর্তমান পরিস্থিতির আলোকে কলকাতার পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে যুক্ত করা হতে পারে।
গত ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা রসায়ন বেশ প্রশংসা কুড়িয়েছিল। তাই ভক্তদের একটি বড় অংশ সাবিলাকেই আবারও শাকিবের বিপরীতে দেখতে চাইছেন। শুধু তাই নয়, ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাওয়া এবং সিনেমাটির মুক্তি অনিশ্চিত— এমন খবরেও উত্তাল সামাজিক মাধ্যম।
ফলে দর্শক ও সিনেমাপ্রেমী ভক্তদের একাংশের মাঝে বেশ হতাশা দেখা যায়। এমন সময়ে সব জল্পনায় পানি ঢেলে দিল প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে চারপাশে নানা গুঞ্জন ছড়িয়েছে, যা আদতে গুজব ছাড়া কিছুই নয়। ‘প্রিন্স’ টিম শুরু থেকেই তাদের আপডেট দিয়ে এসেছে।
চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা উতরে ‘প্রিন্স’ টিম এগিয়ে যাচ্ছে। আগামী ৬ জানুয়ারি ‘প্রিন্স’ টিম শুটিংয়ে যাচ্ছে। সুবিধামতো সময়ে ফার্স্টলুক ও পোস্টার প্রকাশ করা হবে। সঙ্গে এই বার্তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন নির্মাতা আবু হায়াত মাহমুদও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


