শাকিবকে ক্রাশ খেয়ে বিয়ে করিনি : বুবলী

বুবলী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর দাম্পত্য জীবনে চলছে টানাপোড়েন। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। দুজনে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী।

বুবলী

সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বুবলী। তার কাছে জানতে চাওয়া হয়— বুবলীর প্রথম ক্রাশ কে ছিলেন? প্রশ্নোত্তরে বলেন, আমার জীবনে কোনো ক্রাশ নেই। আমি কখনো কোনো টিভিতে বা অন্যকিছুতে কাউকে দেখে ক্রাশ খাইনি। এক কথায় ক্রাস খাওয়া, ওয়াও— এগুলো আমার মাঝে আসেনি।

শাকিবের সঙ্গে বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা ব্যক্তিজীবনের ইস্যু ছিল। তবে ক্রাশ খেয়ে নয়।

তারকাখ্যাতি কেমন উপভোগ করছেন, এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, ভীষণ উপভোগ করি। আমার ভক্তদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি যে, তারা এত ভালোবাসা দিচ্ছে আমাকে। দিন দিন ভালোবাসাটা বেড়েই যাচ্ছে। আমরা কোথায় গেলে, তারা (ভক্ত) অনেক মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করে। এটা উপভোগ করি। এতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা বেড়ে যায়।

শাড়ির আড়ালে কাজল রাঘবনির সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন খেসারি লাল যাদব

বাংলাদেশের কোন জায়গায় যেতে পছন্দ করেন? এমন প্রশ্নোত্তরে বুবলী বলেন, আমার দেশের সব জায়গা ভালো লাগে। তবে এখন যদি জানতে চাওয়া হয় তা হলে কক্সবাজার। সাগর আর পাহাড়ের মধ্যে সব থেকে ভালো লাগে পাহাড়। পাহাড়ে গেলে অনেক শান্ত লাগে। খুব ভালো লাগে। সমুদ্রকে ব্যক্তিগতভাবে অহঙ্কারি মনে হয়। আমি জানি, অনেকের সমুদ্র ভালো লাগে। কিন্তু সমুদ্র অনেক গর্জন করে। এ জন্যই কম পছন্দ হয়।