বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’ শিরোনামে এ ছবিটির শুটিং করতে ঢাকায় এসেছিলেন তিনি। কয়েকদিনের শুটিং শেষে আবারও ফিরে যান যুক্তরাষ্ট্রে। সম্প্রতি এক ভিডিও বার্তায় সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন কোর্টনি।
সিনেমাটির জন্য কয়েক মাসের প্রস্তুতিতে বাংলা ভাষা শিখেছেন কোর্টনি। এরপর অংশ নেন শুটিংয়ে।
ভিডিও বার্তায় অভিনেত্রী ‘রাজকুমার’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি কিছুই জানতাম না। শাকিব খানের জন্মদিনে আমি এবং হিমেল (হিমেল আশরাফ) অংশ নিই। সেদিন সিনেমার কিছু অংশ সম্পর্কে জানি এবং সেটা আমার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। এমনিকি শাকিব এত বড় স্টার এটাও জানতাম না।
পরে সেটা বুঝতে পারি এবং তখন মনে হয়েছে যে তার সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে। এখনও আমার আমেরিকান বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে আমি সিনেমাটি করছি।’
‘শুটিংয়ের অভিজ্ঞতায় সেরা হয়ে থাকবে শাকিব খানের সঙ্গে বিয়ের ঘটনা। ছবিতে শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। এটা সত্যি দারুণ। ছবিতে আমার চরিত্রটা নেগেটিভ। সে ( কোর্টনি কফি) বাংলাদেশে শাকিব খানকে বিয়ে করতে আসে এবং তাকে আমেরিকা নিয়ে যেতে চায়। এর বেশি কিছু জানাতে চাই না, বাকিটা সারপ্রাইজ থাকুক।
এর বাইরে সাঁতার কাটা নিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমি সাঁতার কাটতে খুব পছন্দ করি। আমরা সুইমিংপুলে সাঁতার কেটে অভ্যস্ত কিন্তু এখানে এসে পুকুরে সাঁতার কেটেছি যেটা খুবই ভালো লেগেছে।’—‘রাজকুমার’এ কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে এমন কথা বলেন কোর্টনি।
আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঢাকায় কয়েক দিন শুটের পর এখন ছবিটির শুটিং চলছে পাবনায়। নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে এরপর ২০২৮ সালের ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।