বিনোদন ডেস্ক : ২০২৩ এর সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ছিল ‘প্রিয়তমা’। শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিতর্কের ভেতরে হিমেল আশরাফের পরিচালনায় এই ছবিটির সাফল্য শাকিবের ক্যারিয়ারটি একেবারেই ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দেয়।
এই সাফল্য নিয়ে ছবিটির প্রযোজক আরশাদ আদনান বললেন, ‘আমি ছবিটি নিয়ে গবেষণা করেছি। প্রতিনিয়ত পেপারওয়ার্ক করেছি। সে কারণেই ছবিটি দর্শকের কাছে পৌঁছেছে। আর শাকিব খান পুরো ডেডিকেশন নিয়ে কাজ করেছে। ওকে অনেকে হ্যান্ডল করতে পারে না। আমি করতে পেরেছি।’
প্রিয়তমা’র সাফল্যের পরপরই আরশাদ আদনান ও নির্মাতা হিমেল আশরাফ জুটির ‘রাজকুমার’ ছবিটির কাজ শুরু হয়েছে। এই ছবিটির একাংশের শুটিং শেষ হলো সম্প্রতি বাংলাদেশের পাবনায়। ছবিটি ভারতের বিভিন্ন লোকেশনে, দুবাই ও আমেরিকার একাধিক স্টেটে শুটিং করা হবে বলে জানান প্রযোজক।
তবে বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে কেউ কেউ। এই প্রসঙ্গে প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘আমাদের এই অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ভেতরে সম্প্রীতি বাড়াতে হবে। কেউ কেউ রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে প্রতিদিন একে অপরকে নিয়ে কথা বলেই যাচ্ছেন। এটা পরিহার করতে হবে।’
আরশাদ আদনানের প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া গত প্রায় ২০ বছর ধরে একাধিক নাটক, টেলিফিল্ম ও সিনেমা নির্মাণ করে চলেছে। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্রিয়তমা’ বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড সাফল্যের ছবি বলে আখ্যা দিলে এ নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে অনেকেই ‘বেদের মেয়ে জোছনা’ ছবির রেকর্ড ভেঙেছে এমন কথা উল্লেখ করে। এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন একটি ইন্টারভিউতে এর প্রতিবাদ করেন। এবং এই পরিসংখ্যান গ্রহণযোগ্য নয় বলে প্রমাণ দেন।
এ প্রসঙ্গ নিয়ে প্রযোজক আরশাদ আদনানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন, আমি মনে করি ইলিয়াস কাঞ্চন সাহেব যা বলেছেন তা পুরোপুরি সত্য। তখনকার হল সংখ্যা আর এখনকার হল সংখ্যা কিন্তু এক নয়। কিংবা অর্থের মানও এক নেই আর। সেই হিসেবে যদি আমরা যে লাভের হিসেবটা দিয়েছি সেটি স্পষ্ট করলেই হয়ে যায়। আর আমরা কিন্তু কখনোই ‘বেদের মেয়ে জোসনা’ ছবিটির সাথে তুলনা দিইনি। এটা বাইরে থেকে ছড়ানো হয়েছে।’
রাজকুমার ছবিটি এ বছরের কুরবানী ঈদে মুক্তি পাবে। তাই বাংলাদেশি ছবি শাকিববিহীন সফল হয় না। অন্যদিকে দুই ঈদ ছাড়া ভালো বাজেটের ছবি কেউ দেখতে চায় না। এমন বাস্তবতা প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, ‘প্রথমত আমাদের ভালো ভালো গল্পের ছবি করতে হবে। আমি নিজেও খুব শিগগিরই নতুন দুজনকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দেব। কারণ এটা তো ধ্রুব বাস্তবতা যে, শাকিব ছাড়া এখন কারো ছবিই চলে না। শাকিবকে ছাড়া আমি কাকে নিয়ে ছবি বানাবো? আপনারাই বলেন!
তবে আশার খবর হলো ‘মনীষ’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন আরশাদ আদনান। যে ছবিটিতে হিমেল আশরাফের বাইরে নতুন একজন পরিচালক ও নতুন অভিনেতা-অভিনেত্রী থাকবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।