স্পোর্টস ডেস্ক : ব্যাট-বল হাতে অনন্য সব অর্জনের কারণে খুব সহজেই ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় জায়গা পাবেন সাকিব আল হাসান। এতো বড় মাপের একজন ক্রিকেটারকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। বিষয়টি ভালোভাবে নেননি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং কোচ টম মুডি।
চোটের কারণ কিছুদিন আগে মাঠের বাইরে ছিটকে গেছেন শ্রেয়াশ আইয়ার। এজন্য আইপিএলের এবারের আসর খেলা হচ্ছে না ভারতের এই তারকা ব্যাটারের। আইয়ারের পরিবর্তে নিতিশ রানাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কলকাতা। দলে সাকিবের মতো অভিজ্ঞ একজন থাকার পর দুইবারের শিরোপাধারীদের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না মুডি।
এক সাক্ষাৎকারে মুডি বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানের দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিজ্ঞতার পাল্লা খুবই ভারী। শুধু কি বিদেশি বলে তাকে দায়িত্ব দেওয়া হয়নি? সাকিব এমন এক জন ক্রিকেটার, যার ওপর ভরসা রাখা যায়, দল নির্ভার থাকতে পারে।’
‘সাকিব দারুণ একজন ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে সে অসাধারণ কিছু ইনিংস উপহার দিয়েছে। ওকে চার নম্বরে ব্যাট করতে দিন। তাহলে সময়ের সঙ্গে ব্যাটিংয়ের তালটাও বদলাতে পারবে। সাকিবকে বলে দিন, তুমি একজন ব্যাটসম্যান হিসেবে দলে আছো। তোমার বোলিং দলের জন্য বোনাস থাকবে।’
মুডি আরও বলেন, ‘অতীতেও দেখেছি সাকিবকে একজন অতিরিক্ত বিদেশির কোটায় ব্যবহার করা হয়েছে। কলকাতা ওকে কখনও সঠিকভাবে ব্যবহার করেনি। ওকে চার নম্বরে খেলালে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ কলকাতা দলে স্পিনারের অভাব নেই। সাকিব সেক্ষেত্রে একজন বাড়তি বোলারের সুবিধা দেবে।’
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.