স্পোর্টস ডেস্ক : সম্প্রতি যেকোনো সিরিজের আগেই সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। আসন্ন সিরিজে সাকিব খেলবেন কিনা, সাকিব ছুটিতে যাবেন কিনা কিংবা ইনজুরির সমস্য আছে কিনা এসব নিয়ে আলোচনা চলতেই থাকে।
মাত্র কয়েকদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব প্রসঙ্গে বলেছিলেন সাকিবকে কখন পাওয়া যায় তা তিনিও ঠিকঠাক জানেন না আগে থেকে। তার এই মন্তব্যের পর বেশিদিন সময় লাগেনি তা আরেক দফা বাস্তবে রূপ নিতে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল এখন বাংলাদেশে। আগামী ১৫ মে চট্টগ্রামের সাগরিকায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। সাকিবকে রেখেই ঘোষণা করা হয় টাইগারদের টেস্ট স্কোয়াড। সকিবও খেলার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু করোনা পজেটিভ হয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি। এ যেন পাপনের করা ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেলো।
তবে সাকিবকে প্রথম টেস্টে না পাওয়া কপাল খারাপ বলছেন বিসিবি বস পাপন। সাকিব না থাকায় একজন ব্যাটার ও বোলার কম নিয়ে খেলতে হচ্ছে বলে কপাল খারাপ উল্লেখ করেছেন তিনি।
বুধবার (১১ মতে) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরষ্কার ২০১৩-২০২০ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি।
পাপন বলেন, ‘সাকিব না থাকায় আমাদের এখন একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয় তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।’
টাইগার অলরাউন্ডারের ছিটকে যাওয়া প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘এটা আমাদের কপাল খারাপ। আমরা এখন দোয়া করছি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার করোনা টেস্ট করাবো। আমাদের প্রোটোকল আছে সে অনুযায়ীই করা হবে। আমরা চাচ্ছি ও ভালো হয়ে যাক।’
‘ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একতা ধাক্কা। এই কারণে যে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল, এটা তো অস্বীকার করার কিছু নেই। আর টেস্টে তো আমরা অনেক উইক আছি। তো সে কারণে এটা একতা বিরাট সুযযোগ ছিল আমাদের, এবং এখনো আছে। তো দেখা যাক সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে এটাই আমরা আশা করছি।’ যুক্ত করেন পাপন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।