বিনোদন ডেস্ক : ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির বক্তব্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন শাকিব খান। গেল বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান রাজধানী ঢাকার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জানা গেছে, জিডিতে যে ১৩টি ফেসবুক লিংক ও ইউটিউব প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে— ‘পূর্ণিয়ার খোঁজ’, ‘বড় ভাই’, ‘বদ বচন ২.০’ ‘আরজে নীরব’, ‘হাসান সাইদুল’, ‘০২০ চ্যানেল’, ‘দ্য ইয়াং ফেলো’, ‘এসকে মিডিয়া’ ‘শাবিজ গ্লাম রুম’, ‘স্বপন আহমেদ’, ‘দেশ বাংলা’, ‘ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন’ ইত্যাদি।
শাকিবের পক্ষ থেকে করা জিডিটি গুরুত্বের সাথে দেখছে তদন্ত পুলিশ। গণমাধ্যমকে তারা জানিয়েছে, ভিউ বাড়াতে এ নায়কের বিরুদ্ধে মিথ্যা তথ্য রটিয়ে তাকে অপদস্থ করতে ভিডিও বানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সঠিক ধারণা পেতে ভিডিও লিংকগুলোর ফরেনসিক পরীক্ষাও শুরু করেছে।
‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির গানে হুবহু বাবার মতোই ড্যান্স দিলো প্রসেনজিৎপুত্র
চিত্রনায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যক্তিগত জীবন ও সন্তানের খবর প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বিভিন্ন ভিডিও ব্যঙ্গাত্মক আকারে প্রকাশ করে। এর প্রেক্ষিতে উল্লেখিত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।