শাকিব খানের বাসায় যা ফেলে গেল চোর

শাকিব খানের বাসায়

বিনোদন ডেস্ক : সুপারস্টার শাকিব খানের বাসায় ঢুকেছিল চোর। তবে কোনো কিছু না নিয়েই চলে গেছেন তারা। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে গাজীপুরের পুবাইলের হাড়িবাড়ীরটেক এলাকায় শাকিব খানের ‘জান্নাত’ নামের বাসায় এ ঘটনা ঘটে।

শাকিব খানের বাসায়

শাকিব খানের বাসায় চুরির চেষ্টা হয়েছে নিশ্চিত করে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘বাসায় থাকা পুরোনো অচল একটি জেনারেটর চুরির চেষ্টার আলামত পাওয়া গেছে। চোরেরা চুরি করতে না পেরে সেটি ফেলেই পালিয়ে যায়।’

ওসি জানান, ঘটনাস্থলে গিয়ে বাড়ির বাউন্ডারির বাইরে একটি রেঞ্জ ও কয়েকটি জুতা পড়ে থাকতে দেখা যায়। বাড়িটিতে কোনো সিসি ক্যামেরা এবং বাউন্ডারি দেয়ালে কোনো কাঁটাতার নেই। শুটিং স্পটের জন্য বাড়িটি ব্যবহৃত হলেও দীর্ঘদিন ধরে সেখানে কোনো শুটিং হয় না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

শাকিব খানের ওই বাসায় চুরির চেষ্টা হলেও দেশের দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে খবর প্রকাশ হয়, শাকিব খানের বাসায় হামলা হয়েছে। তবে বাসার দায়িত্বে থাকা ম্যানেজার সম্রাট বলেন, ‘চোরেরা বাসায় থাকা পুরোনো একটি অচল জেনারেটর চুরির চেষ্টা করে ব্যর্থ হয়।’

খেরসন থেকে সকল সেনা প্রত্যাহার করল রাশিয়া

ওসি মো. জাহিদুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে শাকিব খানের বাড়িতে হামলা ও ডাকাতি হয়েছে—মোবাইল ফোনে এমন তথ্য জানিয়ে বেশ কয়েকটি কল আসে। তাৎক্ষণিক পুবাইল থানা পুলিশের একটি দল ও আমি ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু সেখানে ডাকাতি কিংবা হামলার কোনো সত্যতা পাওয়া যায়নি।’