বিনোদন ডেস্ক : মাসজুড়ে অন্যতম চর্চিত নাম ঢালিউড ভাইজান শাকিব খান। ব্যক্তিগত জীবন নিয়ে ছিলেন আলোচনা-সমালোচনায়। সেই আলোচনার মুহূর্তে তরুণ নির্মাতা রায়হান রাফির সঙ্গে নতুন সিনেমার ঘোষণা দেন শাকিব খান সিনেমার নাম জানানো হয় ‘প্রেমিক’।
এখানেই শেষ নয়, জানান নতুন পাঁচ পরিচালকের নাম, যাদের সঙ্গে সিনেমায় যুক্ত হচ্ছেন সুপারস্টার শাকিব খান। যদিও সিনেমার ঘোষণাতেও ব্যক্তিগত জীবনের আলোচনা-সমালোচনায় ভাটা পড়েনি এতটুও। রীতিমতো টক অব দ্য টাউনে পরিণত হয় শাকিব-বুবলী বিয়ে আর সন্তানের বিষয়টি।
এবার সামনে এলো শাকিবের আরেক সিনেমা ‘শের খান’ প্রসঙ্গে। শিগগিরই এ সিনেমার শুটিং শুরু করবেন অভিনেতা। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মাণ হচ্ছে এ সিনেমা। এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নামে নিবন্ধন নিয়েছেন কপ ক্রিয়েশনের কর্ণধার সানী সানোয়ার। সময় নিউজকে এ তথ্য নিশ্চিতকরেছেন পরিচালক সানী সানোয়ার নিজেই। তবে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট করে জানা যায়নি।
জানা গেছে, চলতি মাসেই টিজার প্রকাশ করে এই সিনেমার ঘোষণা দেয়া হবে, যেটির শুটে দ্রুতই অংশ নেবেন শাকিব খান। এরই মধ্যে কপ ক্রিয়েশন অক্টোবর ও নভেম্বরে দুটি সিনেমার ঘোষণা দেবে বলে জানিয়েছে। অন্যদিকে রায়হান রাফির ‘প্রেমিক’ সিনেমার শুট নভেম্বরের শেষে শুরু করার কথা জানিয়েছেন পরিচালক। আর শাকিব খান সবশেষ কাজ শেষ করেছেন তপু খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার।
এসকে ফিল্মস থেকে তিন বছর আগে চারটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন শাকিব খান। এগুলো হচ্ছে কাজী হায়াতের ‘বীর’, বদিউল আলম খোকনের ‘ফাইটার’, মালেক আফসারীর ‘পাসওয়ার্ড ২’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। এর মধ্যে একমাত্র ‘বীর’ মুক্তি পেয়েছে। এই হিসাবে শাকিব খানের এবারের এসব সিনেমা শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে কি না, তা সময়ই বলে দেবে।ও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।