ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। বিশেষ করে শাকিব খানকে জড়িয়ে নানা মন্তব্য করে বেশ আলোচনায় থাকেন এই নায়িকা।

এদিকে, শাকিব খানের সঙ্গে দুই নায়িকার সিনেমায় কাজ না করার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মিষ্টি জান্নাত। জানিয়েছেন, যে সিনেমায় দুই বা তার বেশি সংখ্যক নায়িকা থাকবে, সেই সিনেমায় তিনি অভিনয় করতে আগ্রহী নন।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের গুঞ্জন যেহেতু উঠেছে, তাই কিছু একটা অবশ্যই দর্শকদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি শর্ত জুড়ে দেন যে, তিনি কোনোভাবেই একাধিক নায়িকা নিয়ে নির্মিত সিনেমায় কাজ করবেন না।
মিষ্টি জান্নাত বলেন, আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করবো না, এটা শাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হইলে ওর সাথে কাজ করবো। কারণ আমার ওই যে লাইক… দুই নায়িকা, এক নায়িকা ও রকম ছবি আমি করতে চাই না। আর গুঞ্জন যেহেতু উঠেছে সেহেতু তো অবশ্যই দেখতে পাবেন।
এই চিত্রনায়িকা বলেন, আমি কোনো দুই নায়িকার ছবি আমি করতে চাই না। এটা আমি বরাবরই না করেছি। অনেক ছবি আমি ক্যানসেল করেছি, আমার পছন্দ না। কারণ এখানে আসলে ঝামেলা হয়। আর অফকোর্স সুপারস্টার, ওনার সাথে তো আমি অবশ্যই দুই নায়িকার সাথে ছবি করব না। এটা মানুষ খারাপ বলুক, ভালো বলুক, তাদের ব্যাপার। বাট আমি করব না। এটা শাকিবকে আমিও না করেছি। আই অ্যাম সো সরি অ্যাবাউট দিস।
গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি তো কখনও বলিনি যে ধামাকা মানেই শাকিব খান আসবে। আপনারা বানিয়েছেন। ধামাকা মানে যে শাকিব খানের সাথে আমার সিনেমা আসবে, এরকম তো বিষয় না।
তবে, কাজের ক্ষেত্রে এই নায়িকা যে কোনো প্রযোজকের কাছে অনুরোধ করে সুযোগ নিতে চান না, সে বিষয়টিও স্পষ্ট করেন। তিনি বলেন, আমি রিকোয়েস্ট করে কোনো ছবি আমি করব, ওই লেভেলে আসলে আমি যাই নাই। আমার এতটুকু সেলফ রেসপেক্ট নিজের আছে। আর রিকোয়েস্ট করে আমি ঢোকার মতো ইনশাআল্লাহ ওই দূরে আমি যাই নাই। কারণ আপনারা জানেন আমি শখে সিনেমা করি। এটা আমার টোটাল প্রফেশন না।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় মিষ্টির। এরপর থেকে নিয়মিত কাজ করছেন চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে। অভিনয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



