বিনোদন ডেস্ক : সবেমাত্র বলিউড সিনেমার নায়িকার সঙ্গে সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। এসেই ভক্তদের আরও একটি নতুন সুখবর দিলেন অভিনেতা। আগামী মাসেই ‘রাজকুমার’ সিনেমার জন্য হলিউডের নায়িকা সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন তিনি।
শনিবার ( ১৮ নভেম্বর) বিকেলে দেশে ফিরেন শাকিব। প্রায় এক মাস ‘দরদ’ সিনেমার শুটিংয়ের জন্য দেশের বাইরে ছিলেন তিনি। দেশে ফিরেই ‘দরদ’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা আর নিজের আরও একটি নতুন সিনেমার কথা জানালেন ঢালিউড সিনেমার এ কিং।
সংবাদমাধ্যমে শাকিব বলেন, ‘দরদ’ সিনেমার কাজের অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না। খুব শিগগিরই মুম্বাইয়ের সঙ্গে আরও অনেক কাজ আসবে। আশা করি, প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে।
প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। এবার সে রেশ ধরেই হলিউডের নায়িকার সঙ্গে রুপালি পর্দায় ফ্রেমবন্দি হবেন শাকিব।
এ প্রসঙ্গে ভক্তদের সুখবর দিয়ে শাকিব বলেন, ‘দরদ’ সিনেমার শুটিং শেষ। আগামী মাসেই নতুন সিনেমার শুটিং শুরু করব। এ সিনেমায় মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির বিপরীতে আমাকে দেখা যাবে। হিমেল আশরাফের পরিচালনায় এ সিনেমার নাম ‘রাজকুমার’। এ সিনেমাটি ২০২৪ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দেখতে পারবেন দর্শক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।