চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন, শোবিজ পাড়ায় চলছে এমন গুঞ্জন। বুবলীকে নিয়ে এমন গুঞ্জনে যে প্রশ্ন ভক্তদের মাথায় ঘুরছে তা হলো আবারও কি বাবা হচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান? আর এ প্রশ্নের উত্তরই জানতে চাওয়া হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে।

সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সে ইভেন্টে অভিনেত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই তার কাছে আলোচিত প্রশ্নের উত্তরটি জানতে চান সাংবাদিকরা।
জবাবে অপু বিশ্বাস বলেন, আচ্ছা তাই আমি জানি না তো। কী হচ্ছে? এই আপনারা একটু আমাকে বলেন তো!
অপু বিশ্বাস আরও বলেন, কাজের কারণে আমি এখন সোশ্যাল মিডিয়ায় একটিভ খুব কম থাকি। স্যোশাল মিডিয়ায় এখন কোন গুঞ্জন চলছে আমার জানা নেই। আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান, আপনারাই আমাকে বলুন।
এরপর অভিনেত্রী বলেন, আসলে একজন সেলিব্রেটির শুধু কাজ নিয়ে দর্শক জানতে চায় এমন নয়। ব্যক্তিগত বিষয় নিয়েও জানতে চায়। তবে ভাগ্য বলেন আর কারমা বলেন আমি কারো ব্যক্তিগত বিষয় কিংবা কাউকে তীর মারতে পছন্দ করি না।
সবশেষে নায়িকা বলেন, সত্যি কথা বলতে আমি অপু বিশ্বাস। আর আমার ক্যারিয়ারে অবশ্যই যার সাপোর্ট সবচেয়ে বেশি ছিল তিনি কিং খান (শাকিব)। এছাড়া আমার ডিরেক্টর, প্রোডিউসার, সহশিল্পীরা ছিলেন। এগুলো ছাড়া আমি আসলে কী নিয়ে কথা বলবো। আমার কাজ নিয়ে আসলেই আমি খুব ব্যস্ত।
ব্যক্তিজীবনে অপু বিশ্বাস সিনেমাজগতে কাজ করতে গিয়ে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ৮ বছর পর ২০১৬ সালে তাদের সংসারে জন্ম নেয় আব্রাম খান জয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০১৭ সালে বিয়ে ও সন্তান নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসেন নায়িকা। তার ঠিক এক বছর পরই ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন অপু বিশ্বাস ও শাকিব খান। এরপর শাকিব বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। বিয়ের পর এ জুটির সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। ছেলের জন্মের পর বুবলীর সঙ্গেও বিচ্ছেদ ঘটে শাকিবের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


