একসঙ্গে শাকিব খান ও সাকিবকে দেখতে লাগবে যত টাকা

শাকিব খান ও সাকিব

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। এবারের ঈদে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নিয়ে সময়টা বেশ ভালোই উপভোগ করছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত তিনি।

শাকিব খান ও সাকিব

এবার এ অঙ্গনের দুই তারকাকে দেখা যাবে একমঞ্চে। নিউইয়র্কের একটি অনুষ্ঠানে একই সঙ্গে মঞ্চে দেখা যাবে তাদের। শো টাইম মিউজিক আয়োজিত অনুষ্ঠানটির নাম- ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।

শুক্রবার নিউইয়র্কে অবস্থিত ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় হবে এ অনুষ্ঠান। শাকিব ও সাকিবকে দেখতে টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার টাকা।

ট্রলের শিকার হলেন অভিনেত্রী আলিয়া ভাট

অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এ আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।’