গত জুলাইয়ে ‘ভালোবাসার মরশুম’ নামে একটি টালিউড সিনেমায় অভিনয় করার কথা ছিল ঢালিউড অভিনেত্রী তানজিন তিশার। এতে তার সঙ্গে থাকার কথা বলিউডের শরমন জোশির। কিন্তু এ বিষয়ে তিশা কোনো কথা না বললেও পরিচালক নিশ্চিত করেন তার অভিনয়ের বিষয়টি।
গত মাসে শুটিং শুরুর কথা থাকলেও এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে গুঞ্জন আছে— ভিসা জটিলতার কারণে সেই সিনেমাটি করা হচ্ছে না তানজিন তিশার। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও শোনা যায়, সেই জায়গা দখল করেছেন অন্য এক নায়িকা। গুঞ্জনে মুখর হয়ে ওঠে সামাজিক মাধ্যম। নানা জল্পনা-কল্পনার ভিড়ে অবশেষে নীরবতা ভাঙলেন তিশা, জানালেন নিজের অবস্থান ও সিদ্ধান্তের পেছনের সত্যিটা।
সম্প্রতি তানজিন তিশার টালিউডের ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়ার যে খবরটি ছড়িয়েছে, সেটিকে মূলত মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যমে অভিনেত্রী বলেন, আমি নিজে থেকেই দেশের টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতে কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছি।
তানজিন তিশা বলেন, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে ছিল। এ ছাড়া চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই তার অভিষেক হোক। চেয়েছি শাকিব খানের মতো তারকার সঙ্গেই সিনেমায় পা রাখতে।
অভিনেত্রী বলেন, কিছু খবরের শিরোনামে বেশ অবাক হয়েছি। তারা আমার সঙ্গে আলাপ না করেও এভাবে লিখেছে। আমি সবসময় চেয়েছি, সংবাদকর্মীরা আমার ভাই-সহকর্মী। তারা আমাকে নিয়ে কিছু লিখলে আমার সঙ্গে আলোচনা করে লিখুক।
উল্লেখ্য, প্রথমবারের মতো শাকিব খানের নায়িকা হয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে তানজিন তিশার। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ১১ অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন তিশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।