বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও বুবলীর রসায়ন দর্শকরা উপভোগ করেন। তারা একে অন্যকে ব্যক্তিগত জীবনেও জড়িয়ে নিয়েছেন। এই জুটির ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ আছে। কদিন আগেই দুজন বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর বিয়েবন্ধনে আবদ্ধ হন এই জুটি। তাদের ঘর আলো করে এসেছেন শেহজাদ খান বীর নামে এক ছেলেসন্তান।
শাকিব-বুবলীর বিয়ে কীভাবে হলো, মধুচন্দ্রিমা কোথায় হলো— এসব নিয়ে দর্শক-ভক্তদের আগ্রহের কমতি নেই।
এ বিষয়ে শাকিব মুখ না খুললেও বুবলী পরিষ্কার করেছেন। মধুচন্দ্রিমার বিষয়ে বুবলী বলেন, আসলে বিয়ের সময় এবং বিয়ের পরও কিন্তু আমাদের টানা শুটিং চলছিল। তাই শুটিংয়ের জন্য দেশ-বিদেশের অনেক জায়গায় যাওয়া হলেও আলাদা করে হানিমুনের সময়টা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও বের করাটা সম্ভব হচ্ছিল না। কারণ বিয়ের পর হানিমুনের থেকেও আমাদের শুটিংয়ের কমিটমেন্টগুলো গুরুত্বপূর্ণ ছিল। এ জন্য লাস্ট টাইম (গত বছর) যুক্তরাষ্ট্রেই হানিমুনের ঘোরাঘুরিটা হয়েছে। তাই বলতে পারেন বিয়ের পর আমাদের হানিমুন আমেরিকায় হয়েছে।
খোলামেলা পোশাকে সুইমিংপুলে ঝাঁপ দিতিপ্রিয়ার, উষ্ণ ছবিতে মুগ্ধ ভক্তরা
সাংসারিক বিষয়ে শাকিব খানের সঙ্গে সমন্বয় নিয়ে বুবলী বলেন, সব কিছু নিয়ে ওকে বেশি প্রেশার দিতে চাই না আমি। তাই যে কোনো দায়িত্ব বাস্তবায়নের ব্যাপারটি আমিই মূলত দেখাশোনা করি। এ জন্য এই ব্যাপারটিও পরিবারে চেক অ্যান্ড ব্যালান্স করে নিয়েছি। সে ক্ষেত্রে একজন পরিকল্পনাকারী, আরেকজন বাস্তবায়নকারী— এভাবেই চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।