শাকিব ও বুবলীর সম্পর্ক নিয়ে যা বললেন অপু বিশ্বাস

শাকিব

বিনোদন ডেস্ক : শাকিব-বুবলী সম্পর্ক ও সন্তানের পরিচয় নিয়ে তোলপাড় দেশ। দুই বাংলার জনপ্রিয় শাকিবকে নিয়ে এই উত্তাপ ছড়িয়েছে পাশের দেশ ভারতেও। বুবলীর সন্তানের পরিচয় কী? অবশেষে শুক্রবার জানা গেছে সত্যিটা। ছেলে শেহজাদ খান বীরের বাবা ঢালিউড নায়ক শাকিব খান আর মা নায়িকা শবনম বুবলী।

শাকিব

শাকিব-বুবলির ছেলে শেহজাদ খান বীর। অবশেষে বুবলির ছেলের পরিচয় পাওয়া গেছে। কিন্তু এরই মধ্যেে কথা উঠেছে শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের। কারণ কয়েকদিন আগেই শাকিব-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন বেশ ধুমধাম করে পালন করা হয়। আর তারপরই এই নতুন খবর। এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি বুবলী বা শাকিব কেউই। কিন্তু অপু ? তিনি কী বলছেন?

এই মুহূর্তে দুর্গাপুজা উপলক্ষে কলকাতাতে আছেন অপু বিশ্বাস। অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমকে জানান, অনেকেই তার সঙ্গে গত ২৪ ঘণ্টায় যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু কারো ফোনই তুলছেন না তিনি। কারণ, নিজের জীবন নিয়ে কোনও কথাই বলতে চান না তিনি।

মানসিক অবসাদে ভুগেছেন করন জোহর

এর আগে এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, ‘শাকিব খানের সঙ্গে এত তাড়াতাড়ি বিয়েটা না হলে ভালো হতো। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা, সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তাহলে ভালো হতো।’ আপাতত ছেলে এবং কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত অভিনেত্রী। খুব শিগগিরই নিজের প্রযোজনা সংস্থার নতুন ছবির কাজ শুরু করবেন অপু বিশ্বাস।

সূত্র: আনন্দবাজার