বিনোদন ডেস্ক : শাকিব খান ইস্যুতে ব্যাপক আলোচনায় এসেছিলেন অভিনেত্রী পূজা চেরী। পরে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গেও অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে নতুন করে আলোচনায় আসেন এই নায়িকা। তবে দুটো বিষয়েই নীরবতা পালন করেছিলেন তিনি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে দুজনের বিষয়ে মুখ খুলেছেন পূজা। অনুষ্ঠানটি এরইমধ্যে রেকর্ড করা হয়ে গেছে, তবে সম্প্রচার করা হয়নি। ‘গ্ল্যামার’ নামে বিনোদন সংবাদ ভিত্তিক এ অনুষ্ঠানটি ৬ ফেব্রুয়ারি থেকে আরটিভিতে প্রচার হবে প্রতি সোমবার বিকাল ৫টায়।
এ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি পূজা চেরী। তিনি বলেন, প্রথম অতিথি হতে পেরে সত্যিই ভালো লাগছে। একটি অনুষ্ঠানের প্রথম অতিথি হওয়াটাও অনেক আনন্দের।
অনুষ্ঠানটির প্রযোজক দীপু হাজরা জানান, প্রথম পর্বের অতিথির সঙ্গে আলাপে উঠে এসেছে সিনেমা নাকফুলের কাব্যর শুটিং স্মৃতি। পূজার সুখ-দুঃখ এবং গ্ল্যামারের গল্প। কীভাবে নিজেকে ফিট রেখেছেন সেই বিষয়েও আলোচনা করেন।
সম্প্রতি থাইল্যান্ডে শুটিং করে আসা জোভানের সঙ্গে পূজার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ নেতিবাচক আলোচনার জন্ম দেয়। দর্শকদের জন্য তার ব্যাখ্যাও দিয়েছেন পূজা চেরী।
এছাড়া আলোচনার এক পর্যায়ে উঠে আসে শাকিব খানের সঙ্গে পূজার লং ড্রাইভে যাওয়া ও ডিনারের বিষয়। কেন আমেরিকা যাচ্ছেন সে বিষয়টিও জানিয়েছেন।
অনুষ্ঠানটির রেকর্ডিং শেষে পূজা বলেন, আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ অনেকদিন পর মন খুলে আলোচনা করতে পেরেছি। কিছু বিষয়ে খোলাখুলি আলোচনা করতে পেরেছি । আশা করি, সে আলোচনা শুনে আমার ভক্তদের ভুল ধারণা কাটবে। যারা আমাকে পছন্দ করেন তারা হয় তো নানান বিষয়ে না জেনেই আমাকে ভুল বুঝতে পারেন। আশা করি, অনুষ্ঠান দেখলে তাদের এ ভুল ধারণা আর থাকবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।