বিনোদন ডেস্ক : এবার ঈদে ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের দুইটি ছবি মুক্তি পেয়েছে। একটি ‘বিদ্রোহী’ অন্যটি ‘গলুই’। ‘গলুই’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পূজা চেরি। এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ঈদে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ঈদের দিন থেকেই সিনেমাটি থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানান নির্মাতা। ঢাকা ও ঢাকার বাহিরে একাধিক শো ছিল হাউজফুল। অনেকেই ‘গলুই’ দেখে প্রশংসা করছেন।
কেউ কেউ আবার করেছেন নেতিবাচক সমালোচনাও। তেমনি এক দর্শক সিনেমাটি দেখে হতাশ হয়ে ফেসবুকে পোস্টে করে নির্মাতার কাছে টিকেটের টাকা ফেরত চেয়েছেন। টাকা না দিলে মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে ওই দর্শক লিখেছেন, পরিচালক অলিক সাহেব- আমার টাকা ফেরত চাই। ঈদের সময় আমার প্রিয়তমার সাথে দেখা করতে পারি নাই। বাসায় গেস্ট আছে এই অজুহাতে। গতকাল (শনিবার) সিনেমা দেখাবো এই শর্তে দেখা করল।
গেলাম সিনেপ্লেক্স-এ । আমার প্রিয়তমা ‘শান’ দেখতে চাইলো। শানের টিকিট নাই বিধায় ‘গলুই’-এর টিকেট নিলাম দুইটা। পপকর্ন নিয়ে ঢুকলাম হলে। হল মোটামুটি ফাঁকা। ভালোই হলো। যেহেতু হল মোটামুটি ফাঁকা, তাই নিজের সিটে না বসে এক কর্নারে গিয়ে বসলাম।
সিনেমা শুরু হলো, অন্ধকারে আমি আমার প্রিয়তমার হাত ধরে বসে আছি। সিনেমা চলছে। ৩০ মিনিট যাওয়ার পরে, আমার প্রিয়তমা ঝাড়া দিয়ে আমার হাত ছাড়িয়ে নিল। বলে ‘কি বোরিং সিনেমা দেখাতে নিয়ে আসলে’। আমি কাচুমাচু হয়ে বললাম শানের টিকেট পাই নাই।
বাকি সময়টা গাল ফুলিয়ে বসে রইল। তা তো ফুলাবেই, বড় লোকের মেয়ে যে। সিনেমা শেষে গচমট করে নিজের গাড়িতে করে চলে গেল। ভালো করে কথাও বলল না।
এখন আপনাদের কাছে জানতে চাই টিকেট (২টা টিকেট+পপকর্ন+রিক্সা ভাড়া) সহ সবমিলিয়ে আমার ১ হাজার টাকা খরচ হয়েছে। কিভাবে এই টাকা আমি ফেরত পেতে পারি? এই ১ হাজার টাকা ফেরত পাওয়ার জন্য প্রয়োজনে আমি ৫ হাজার টাকা খরচ করে মামলা করতে রাজি আছি। কেউ কি ভালো কোন উপদেশ দিতে পারবেন?
এর আগে, সিনেমাটি দেখে আরেক দর্শক চলচ্চিত্র গ্রুপে পোস্ট করে লিখেছিলেন, আমি শাকিব ভাই এর ফ্যান। উনার সব সিনেমা প্রথম শোতেই দেখি। আমি সিনেমার রিভিউ দিয়ে সবার মজা নষ্ট করব না। শুধু ৩টি কথা বলবো- ১. পরিচালক সমিতিকে অনুরোধ জানাচ্ছি যেন এস এ হক অলিক এর সদস্য পদ বাতিল করা হয়। যাতে ভবিষ্যতে ২০২২ সালে এসে ৮০ দশকের মতো সিনেমা না বানাতে পারে। এত স্লো সিনেমা যে, হলে বসে সম্পূর্ণ সিনেমা দেখা খুব কষ্টের।
২. শাকিব ভাইকে অনুরোধ করব এই রকম সিনেমা আর না করতে। আর পূজার সাথে আপনাকে একে বারেই মানায় নাই। আপনার সামনে ওকে (পূজা চেরি) অনেক বেশি ছোট ও বাচ্চা মনে হয়েছে। ৩. পূজাকে বলব- শাকিব ভাইয়ের এই রকম ৫-১০টা সিনেমা ফ্লপ গেলেও শাকিব ভাইয়ের কিছু হবে না। কিন্তু আপনার ক্যারিয়ার মাত্র শুরু, এই রকম ২-৩টা সিনেমা করলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই দেখে বুঝে সিনেমা করুন।
এদিকে, গত চার দিন প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি দেখতে চোখে পড়ার মতো দর্শক সমাগম দেখলেও শুক্রবার রাতে যমুনা ব্লকবাস্টারের চিত্র ছিল ভিন্ন। এদিন রাত ৯টার শো ছিল দর্শকশূন্য। হাতেগোনা কয়েকজন ছাড়া পুরো প্রেক্ষাগৃহের সিট খালি রেখেই সিনেমাটি চলে।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমা নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর সিনেমাটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়। শাকিব-পূজা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।